শিরোনাম

প্রকাশিত : ১০ জুন, ২০২২, ১২:০০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২২, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর পলাশে গুরুত্বপূর্ণ পদে ২১ নারী কর্মকর্তা

২১ নারী কর্মকর্তা

মাহবুব সৈয়দ: দক্ষতার সঙ্গে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের দৈনন্দিন কাজ করছেন ইউএনও, এসিল্যান্ডসহ ২১ নারী। বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধের পাশাপাশি নিজ উপজেলাকে মাদক- দুর্নীতি, জঙ্গিমুক্ত রাখতে ভূমিকা রাখছেন। শিক্ষা ক্ষেত্রেও বিশেষ অবদান রাখছেন এসব নারী। 

পলাশের ইউএনও ফারহানা আফসানা চৌধুরী পিএএ। সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া সিগ্ধা, সাব রেজিষ্টার টিনু চাকমা, নির্বাচন কর্মকর্তা  জোবাইদা খাতুন, শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজি, হিসাবরক্ষণ কর্মকর্তা কানিজ শারমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ২১ নারী কর্তকর্তা। 

অন্য কর্মকর্তারা হলেন: সমবায় কর্মকর্তা রওশন আরা, সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুনা আক্তার, সাজেদাতুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা বেগম সুমি, একাডেমি সুপারভাইজার নাসরিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা তানজিম পারভীন, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) হালিমা আক্তার, সহকারী প্রোগ্রামার সাদিয়া আফরিন কেয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন, বিআরডিবির পজীব প্রকল্প কর্মকর্তা নাজনীন নাহার শিলা, পল্লী সঞ্চয় ব্যাংক পলাশ শাখা ব্যবস্থাপক শামসুননাহার, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া আফরোজা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজি বলেন, কাজের ক্ষেত্রে পুরুষ শিক্ষা কর্মকর্তার চেয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। সমান তালে কাজ করে যাচ্ছি। নারী হিসেবে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভিন বলেন, চ্যালেঞ্জিং পেশায় এখন নারীরাও গ্রহণ করছেন। 

ইউএনও ফারহানা আফসানা চৌধুরী পিএএ বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তাদের প্রস্তুত থাকতে হয়। কাজ করতে গেলে অবশ্যই চ্যালেঞ্জ থাকে। জনপ্রতিনিধি, জনগণ এবং  কর্মকর্তাসহ সকলকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জগুলো অতিক্রম করেন এবং সরকারি নীতিমালার আলোকে কাজগুলো করেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে নারীরা গুরুত্বপূর্ণ পদে যোগ্যতার স্বাক্ষর করতে পারছেন। শুধু প্রশাসন নয় অনেক ক্ষেত্রে নারীরা ভালো করছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়