শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৩, ০৮:৩৯ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৩, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে পলিথিনে মোড়ানো মসজিদের পাশে নবজাতকের মরদেহ উদ্ধার 

জালাল উদ্দিন, মৌলভীবাজার: [২] মৌলভীবাজারের রাজনগরে পলিথিনে মোড়ানো মসজিদের পাশে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

[৩] স্থানীয় পথচারীরা বলছেন, অবৈধ সম্পর্কে (ছেলে) শিশুটির ভূমিষ্ট হওয়ার পর হয়তো কেউ এটিকে ফেলে গেছে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার সময় স্থানীয় বাসিন্দা সুজাদ খান উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে রাস্তার পাশে একটি পলিথিন দেখতে পান। পরে কৌতুহলী হয়ে এগিয়ে গিয়ে দেখতে পান পলিথিনের ভিতর এক নবজাতকের দেহ রাখা আছে। পরে রাজনগর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।

[৫] মসজিদের আশেপাশের স্থানীয়রা বলছেন, কোনো অবৈধ সম্পর্কের জেরে শিশুটির জন্ম হয়ে থাকতে পারে। বৈধ হলে শিশুটির প্রকৃত পিতা-মাতা এভাবে ফেলে না রেখে সৎকার করত। নিজেরা ঝামেলা এড়িয়ে গিয়ে মসজিদের সামনে ফেলে গেছে যাতে মসজিদের আশেপাশের মানুষরা নবজাতকের মৃতদেহের জানাজা দাফন-কাফন করে।

[৬] রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কেউ মৃতদেহটি পলিথিনে মোড়িয়ে রাস্তার পাশে রেখে গেছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে।

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়