শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:০২ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন হয়রানির মতো ঘটনা দেখে প্রতিবাদ না করাটাও অপরাধ

ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স’

এ এইচ সবুজ, গাজীপুর: নারীদের প্রতি যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে সচেতনতা বাড়ানো প্রয়োজন। একই সাথে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও যৌন হয়রানির মতো ঘটনা দেখে প্রতিবাদ না করাটাও একটা অপরাধ। কর্মক্ষেত্রে এবং জনবহুল স্থানে যৌন হয়রানি প্রতিরোধে আইনের গুরুত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে সচেতনতামূলক এক সভায় বক্তারা এসব কথা বলেছেন। 

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) ‘ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স’র আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কর্মক্ষেত্র এবং জনসমাগমে যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে যৌথভাবে উপস্থাপন করেন ব্র্যাকের কর্মসূচি সমন্বয়ক মেহের নিগার ও কর্মসূচি ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের গাজীপুর জেলা কো-অর্ডিনেটর মো. আবু জাফর।

সচেতনতামূলক সভায় আলোচকরা বলেন, নারীদের কর্মক্ষেত্রের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও হয়রানির শিকার হতে হচ্ছে। এসব ক্ষেত্রে নারীদের মৌখিক, ইঙ্গিতমূলক ও শারীরিকভাবে যৌন নির্যাতন করা হয়। এতে নারীরা সমাজে পিছিয়ে পড়ছেন। তাই সমাজে নারীদের প্রতি যৌন নির্যাতন প্রতিরোধে গণমাধ্যমের পাশাপাশি সমাজের সচেতনমহলকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। একই সাথে যৌন হয়রানি রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। 

আয়োজকেরা জানান, ব্র্যাকের ‘অগ্নি’ প্রকল্পের আওতায় নারীদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি রোধে রাজশাহী ও গাজীপুরের মোট ৮০টি স্কুলের ১৬ হাজার শিক্ষার্থী এবং তাদের শিক্ষক ও অভিভাবকের সঙ্গে কাজ করা হচ্ছে এবং একই সাথে শুধুমাত্র গাজীপুরের ৪০টি পোশাক কারখানায় নারীদেরকে যৌন হয়রানি প্রতিরোধের পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। সেই সাথে প্রতিটি স্কুলে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

এএইচএস/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়