শিরোনাম
◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা ◈ ‘ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তিতে আর কোন বাঁধা থাকছে না’ ◈ বিতর্কিত কর্মকর্তাদের ধরা হবে, কিছু হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান ◈ মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী ◈ সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের প্রচার, যা জানা গেল ◈ নির্বাচন নিয়ে ফখরুলের বক্তব্যের কড়া জবাব সারজিসের (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২৪, ০৯:২৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২৪, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত মাসে ধর্ষণের শিকার ৬২ জন: মহিলা পরিষদ

সুজন কৈরী: [২] মে মাসে সারাদেশে বিভিন্ন ঘটনায় মোট ২৪৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। রোববার বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদ প্রকাশিত এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

[৩] প্রতিবদেনে বলা হয়েছে, নির্যাতনের শিকার হওয়াদের মধ্যে ধর্ষণের শিকার ৪০ জন কন্যাসহ ৬২ জন। তারমধ্যে ১২ জন কন্যাসহ ২০ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার। ২ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে এবং ৩ জন কন্যাসহ ৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। 

[৪] যৌন নিপীড়নের শিকার হয়েছে ২২ জন কন্যাসহ ২৩ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ জন কন্যাসহ ৭ জন, এরমধ্যে ১ জন কন্যা উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে।

[৫] প্রতিবেদন অনুযায়ী, নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ২টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ২ জন, এর মধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৫ জন, এরমধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। 

[৬] শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, এরমধ্যে ২ জন কন্যা। পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩টি। ১ জন কন্যা গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে।

[৭] বিভিন্ন কারণে ৭ জন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৪ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৩ জন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ জন কন্যাসহ ২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে ১ জন কন্যা আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। 

[৮] ৩ জন কন্যাসহ ৪ জন অপহরণের শিকার এবং ১ জন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ৩ জন কন্যাসহ ৪ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৫টি।

[৯] এছাড়াও ৫ জন কন্যাসহ ১২ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের বহুল প্রচারিত ১৩ টি জাতীয় দৈনিক পত্রিকা বিশ্লেষণের মাধ্যমে সংগঠনটির লিগ্যাল এইড উপ-পরিষদ প্রতি মাসে এই প্রতিবেদন প্রকাশ করে থাকে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়