শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় মেট্রোরেলে তরুণীর এ কেমন অঙ্গভঙ্গি! ভিডিও ভাইরাল

মেট্রোরেল ভর্তি মানুষ। চলন্ত অবস্থায় হঠাৎ এক তরুণী ট্রেনের উপর হাটু উপড়ে ঝুলে পড়েন। কখনো বেলী ড্যান্স মতো অস্বাভাবিক অঙ্গভঙ্গি করে থাকেন। এসময় তিনি নিজের বাহুবলও দেখান। তার এসব কর্মকান্ডে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মেট্রোরেলের যাত্রীরা।

এখানেই শেষ নয়। অপর এক ভিডিওতে দেখা যায়, তরুণী মেট্রেরেলের ভিতরে দাঁড়িয়ে পরনে থাকা শার্ট খুলে ফেলছেন। তবে, ভেতরে তার আরেকটি পোশাক ছিল। পরে সেখানে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে ঐ তরুণী পড়ে থাকা ঐ ট্রাউজার খুলে ফেলে শরীরে থাকা বিশেষ পোশাক পরিদর্শন করেন। সেগুলো আবার ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করেন।

মনিকা কবির নামে এক ফেইসবুক আইডিতে দেখা যায় কমফোর্টার গায়ে জড়িয়ে সে মেট্রাতে উঠছেন ঐ তরুণী। এমনকি মেট্রোর সিটে কমফোর্টার গায়ে দিয়ে শুয়ে থাকতে দেখা যায় তাকে। শুধু তাই নয়। মেট্রোর চলন্ত সিঁড়িতে বসে ফটোশুট করতে দেখা যায় তাকে।

তিনি শুধু মেট্রোতেই নয়। ট্রাফিক সিগন্যাল কিংবা রাস্তায় বা সড়কেও বিভিন্ন অঙ্গভঙ্গিতেও ভিডিও করছেন।  কোন কারণ ছাড়াই এভাবে মেট্রোরেলের ভিতরে ও  বাইরে তার এমন কর্মকান্ড মোটেই ভালো নেয়নি নেটিজেনরা। অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য করছেন।

মনিকা কবির নামে ঐ ফেইসবুক আইডি থেকে জানা যায়, এই তুরুণী রাশিয়াতে থাকেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এসব ভিডিও বানান।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়