শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করুণ পরিণতির হুঁশিয়ারি দিলেন মাসুদ কামাল! (ভিডিও)

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, আইনশৃঙ্খলার কিছু কিছু ঘটনা জনমনে অস্বস্তি তৈরি করেছে। সেগুলো কি কোন অজ্ঞাত ঘটনা? সেই ঘটনাগুলোর নায়ক যারা তাদের কি আপনারা চিনেন না? এবং নায়ক যারা তারা কি নিজেদের আড়াল করার চেষ্টা করেছেন? তারা ফেইসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি? তোমরা আসো? আমরা আজকে যাব। বুলডোজার নিয়ে বিভিন্ন স্থাপনা ভাঙবো। ঘটনাতো এগুলোই। 

দেশটিভিতে দেশ সম্প্রতিক টকশোতে তিনি একথা বলেন।

এছাড়াও অনেক বাড়ি ঘর ভাঙ্গা হয়েছে। এগুলোর মালিক কে তা আমরা সবাই জানি। সেগুলো কোন দুনীর্তির প্রতীক হতে পারে।  সেগুলোর অত্যাচারের প্রতীক হতে পারে। সবই হতে পারে। আটা নিয়ে আমার কোন আপত্তি নেই। সেগুলো মানুষের ঘৃনার এতটা লক্ষ্যবস্ত হতে পারে। তাতেও আমার কোন আপত্তি নেই। কিন্তু বিচার করার এখতিয়ার কি তাদের আছে। যারা এই কাজগুলো করেছে? তাহলে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি? এখন এই ডেভিল হান্ট কি এই লোকগুলোকে ধরবে। তাহলে ডেভিল কারা।  তাহলে কাদেরকে ধরতে বলা হবে।  তারা কারা এরা কি অচেনা কেউ?
 
তিনি বলেন, বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন নামে যেমন অপারেশন ক্লিন হার্ট নামেও এই ধরনের কার্যক্রম হয়েছিল। তাহলে যেখানে যে ঘটনা ঘটছে। সেখানে অবশ্যই একটা থানা আছে। সেই থানার পুলিশ কি  করছে? গাজীপুরের ঘটনা ধরে বলা হলে,  সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপরে হামলা হয়েছে। এটা থামাতে না পারার কারণে সেখানকার পুলিশকে বদলি করা হয়েছে। তাহলে কি বলবো  আইন শৃঙ্খলা সুষ্ঠু আছে?

সূত্র : জনকন্ঠ, দেশটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়