শিরোনাম
◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ◈ তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি ◈ গাজায় খাদ্য সংকট চরমে, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৪; মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো ◈ তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক: খামেনির কাছে বাদশাহ সালমানের গোপন চিঠি হস্তান্তর ◈ মুরাদনগরে একই দিনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘোষণা, উত্তেজনা চরমে

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪২ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ কেজি ইলিশে ৭৫০ টাকা লাভ, ক্রেতা সেজে অভিযান হাতেনাতে ধরা (ভিডিও)

কারওয়ান বাজার এলাকায় পাইকারি ১৪৫০ টাকা কেজি দরে ইলিশ মাছ কিনে খুচরা বিক্রি করা হচ্ছে ২২০০ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি ইলিশ মাছে আড়তদার লাভ করছেন ৭৫০ টাকা। বেশি দামে ইলিশ বিক্রিসহ বেশ কয়েকটি অপরাধে পাঁচজন আড়তদারকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে এর প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। এ ছাড়া যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারওয়ান বাজার এলাকায় পরিচালিত অভিযানে দেখা যায় ইলিশ মাছের আড়তে ইলিশ মাছ ক্রয়সংক্রান্ত কোনো প্রকার তথ্য, পাকা ক্যাশ মেমো সংরক্ষিত নেই।

ইলিশ মাছ বিক্রির পাকা ক্যাশ মেমো প্রদান করা হচ্ছে না অনেক আড়তে। পাইকারি ১৪৫০ টাকা কেজি দরে ইলিশ মাছ ক্রয় করে খুচরা ২২০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। এসব অপরাধে পাঁচ আড়তদারকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে ইলিশ মাছ ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করা এবং প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে অধিদপ্তর থেকে।

অন্যদিকে ভোরে যাত্রাবাড়ী ইলিশ মাছের আড়ত ও পাইকারি পর্যায়ে অভিযানে দেখা যায়, দেড় কেজি সাইজের ইলিশ ১৮০০ টাকা প্রতি কেজি, এক কেজি সাইজের ইলিশ ১৬০০ টাকা প্রতি কেজি, ৮০০ গ্রাম সাইজের ইলিশ ১৪৫০ টাকা প্রতি কেজি, ৫০০ গ্রাম সাইজের ইলিশ ৯০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে কোনো ব্যবসায়ী পাকা রসিদ সংরক্ষণ ও সরবরাহ করছেন না এবং মূল্য তালিকা প্রদর্শন করা নেই। এসব ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। উৎস: কালের কণ্ঠ ও এটিএন নিউজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়