ববি বিশ্বাস: [২] বুধবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের আদালতে ওই মহাদেশের ১৩টি দেশের ৩২টি গণমাধ্যম ডিজিটাল বিজ্ঞাপন খাতে গুগলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় এই মামলা করেন। সূত্র: পলিটিকো
[৩] গুগলের বিরুদ্ধে মামলাকারী কোম্পানিগুলো অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, স্পেন এবং সুইডেনের।
[৪] পলিটিকো জানায়, ইউরোপের দুই শীর্ষস্থানীয় আইনী প্রতিষ্ঠান গেরাডিন পার্টনার্স এবং স্টেক এই মামলায় বাদী পক্ষের হয়ে লড়বেন।
[৫] বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে গেরাডিন পার্টনার্স এবং স্টেক জানান, গুগল তার প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করে মিডিয়া সংস্থাগুলোকে বিজ্ঞাপনের উচ্চ আয় থেকে বঞ্চিত করেছে। গুগলের বিজ্ঞাপন প্রযুক্তির মাধ্যমে আয় নিতান্তই কম।
[৫] তারা আরও জানান, গুগলের বিভিন্ন অসদাচরণের কারণে আন্তর্জাতিক বাজারে ডিজিটাল বিজ্ঞাপনের এক প্রতিযোগিতাহীন বাজার তৈরি হয়েছে। এই খাত থেকে সংবাদমাধ্যমগুলোর আয় ব্যাপক হারে কমে গেছে।
[৬] এদিকে মামলা নিয়ে গেরাডিন পার্টনার্স-স্টেকের বিবৃতির পর পাল্টা বিবৃতি দিয়েছে গুগলের সদর দপ্তর। এই বিবৃতিতে গণমাধ্যমগুলোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গুগল ইউরোপের সব প্রকাশক ও গণমাধ্যমের সঙ্গে সমঝোতার সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট ছিল এবং আছে। গুগল কখনও বিজ্ঞাপন প্রকাশের দর লঙ্ঘন করেনি।’ সম্পাদনা: ইকবাল খান
বিবি/আইকে/এনএইচ
আপনার মতামত লিখুন :