শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০২:৩৬ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী সপ্তাহে

লিগেসি ভেরিফায়েড ব্যাজ অপসারণ করবে টুইটার

টুইটার

মাজহার মিচেল: সম্প্রতি দেওয়া এক টুইট বার্তায় সানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি ১ এপ্রিল থেকে এ ব্যাজ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। ফ্রি মালয়েশিয়া টু ডে নামের এক গণমাধ্যম সূত্রে জানা যায়, মূলত পেইড সাবস্ক্রাইবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট ব্যক্তিদের এ পরিষেবা প্রদানের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি।

গত বছরের শেষ দিকে প্লাটফর্মটির মালিকানা হাতে নেওয়ার পর ইলোন মাস্ক এ পদ্ধতিকে দূষিত আখ্যা দিয়েছিলেন বলে এ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়। 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, সে সময় নীতিমালা পরিবর্তনের যে ঘোষণা দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ দ্রুত সময়ে বাস্তবায়ন করা হচ্ছে।

টুইটারের প্রধান নির্বাহী ইলোন মাস্কের টুইটবার্তার বরাদ দিয়ে ভারতীয় আরেক গণমাধ্যম ইন্ডিয়ান টাইমস জানায়, মাসে ৮ ডলার ফি দেওয়ার মাধ্যমে এ পরিষেবা চালু করা যাবে। এটি অর্জন করলে ৪ হাজার অক্ষরের টুইট করা যাবে। সেইসঙ্গে রিপ্লাইতে উচ্চতর র‌্যাংকিং, পোস্ট এডিটিংসহ আরো সুবিধা পাওয়া যাবে।

মাস্ক জানান, ব্লু সাবস্ক্রিপশনের জন্য অর্থ দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীরা বট সমস্যা থেকে মুক্তি পাবে। এক বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, ব্লু সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা টুইট রিপ্লাই, সার্চসহ সব জায়গায় অতিরিক্ত সুবিধা পাবে। পাশাপাশি স্ক্যাম ও স্প্যাম থেকে সুরক্ষা পাবে। এছাড়া তাদের অর্ধেক বিজ্ঞাপন দেখানো হয় এবং টুইট এডিটের সুবিধাও রয়েছে।

প্রযুক্তি নির্ভর গণমাধ্যম এনগেজেট জানায়, টুইটার আবেদন নেওয়া শুরু করেছে। এখন যাচাই করা হচ্ছে ব্যবহারকারীর সরকা আইডি কার্ড অথবা প্রকৃত ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে। সেখানে তাদের কাজ এবং পদবীও উল্লেখ করতে হচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরা গোল্ড চেকমার্কের জন্য আবেদন করতে পারছেন।

এখন পর্যন্ত টুইটারের প্রধান নির্বাহী ইলোন মাস্ক বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তবে প্লাটফর্মে ভেরিফিকেশনের যে পদ্ধতি রয়েছে, তা পরিবর্তনে নিজ অবস্থানে অনড় রয়েছেন।

অর্থ প্রদান ছাড়া অনেক পাবলিক ফিগার ও সাংবাদিক ভেরিফিকেশন চিহ্ন পেয়েছেন। মাস্কের হাতে মালিকানা যাওয়ার আগে এর মাধ্যমে প্লাটফর্মে যেসব সংবাদ বা তথ্য প্রকাশ করা হতো টুইটার সেগুলোকে বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করত। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমএম/এমআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়