ব্রডব্যান্ডে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা। আগে গতি ছিল ৫ এমবিপিএস।
শনিবার (১৯ এপ্রিল) থেকেই তা কার্যকর হবে।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা জানান আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।
তিনি বলেন, ৫০০ টাকায় আজ থেকে ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস দেওয়া হবে। আমাদের সাপোর্ট দিলে আমরা ২০ এমবিপিএস দিতে পারবো।
গোল টেবিল বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ মোবাইল অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।