শিরোনাম
◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ◈ তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি ◈ গাজায় খাদ্য সংকট চরমে, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৪; মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো ◈ তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক: খামেনির কাছে বাদশাহ সালমানের গোপন চিঠি হস্তান্তর ◈ মুরাদনগরে একই দিনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘোষণা, উত্তেজনা চরমে ◈ ব্রাজিলকে নি‌য়ে মেসির আ‌ক্ষেপ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:৪৫ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক গ্রুপে নাম গোপন করে পোস্ট ও কমেন্ট করবেন যেভাবে

ব্যবহারকারীদের গোপনীয়তার দিকে নজর দিয়ে ফেসবুকে ‘অ্যানোনিমাস’ নামে নতুন ফিচার যুক্ত করেছে মেটা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের নাম এবং প্রোফাইল গোপন রেখে পোস্ট করতে পারবেন, যা বিশেষ করে মানসিক স্বাস্থ্য, পারিবারিক সমস্যা কিংবা সামাজিকভাবে স্পর্শকাতর বিষয়ে আলোচনার জন্য সহায়ক হতে পারে।

ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস ফিচারটি চালু থাকলেই কেবল পরিচয় গোপন রেখে পোস্ট করা যাবে। ফিচারটি ব্যবহার করলে গ্রুপে প্রোফাইল নাম বা ছবি ছাড়াই পোস্ট করা যাবে। তবে আপনার প্রোফাইলের নাম ও ছবি গ্রুপ অ্যাডমিনরা দেখতে পারবেন।

পরিচয় গোপন রেখে পোস্ট করবেন যেভাবে

১. প্রথমেই স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।

২. এখন মেনু অপশন খুঁজে পেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে ডান পাশের ওপরের দিকে প্রোফাইল ছবির ওপর (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করলেই মেনু চালু হবে। আইফোনে এই অপশন নিচের দিকে ডানে পাওয়া যাবে।

৩. এবার ‘গ্রুপস’ অপশনে ট্যাপ করুন।

৪. যে গ্রুপে নাম গোপন করে পোস্ট করতে চান তা স্ক্রল করুন বা সার্চ করে বের করুন। গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।

৫. এবার একটি পোস্ট লিখুন। পোস্ট লেখার সময় ওপরে দিকে ‘পার্টিসিপেট অ্যানোনিমাসলি’ নামে একটি অপশন দেখা যাবে। অপশনে পাশে টগল বাটনে ট্যাপ করুন।

৬. এখন একটি ছোট পপ আপ দেখাবে। এবার সেই পপ আপে ‘গট ইট’ অপশনে ট্যাপ করুন। এখন আপনার পোস্টটি ‘অ্যানোনিমাস পার্টিসিপেট’ হিসেবে প্রকাশ হবে।

৭. এ ছাড়া আপনি ভিন্ন ডাকনাম দিয়েও পোস্ট করতে পারেন। এ জন্য ‘ইউজ নিকনেম’ অপশনে ট্যাপ করুন।

এরপর মনমতো একটি ডাকনাম টাইপ করুন। এরপর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।

ফলে এই ডাকনাম দিয়েই আপনার পোস্টটি গ্রুপে প্রকাশ পাবে।

ফেসবুক গ্রুপে নাম গোপন রেখে কমেন্ট করবেন যেভাবে

ফেসবুক গ্রুপে নিজের পরিচয় রেখে পোস্ট করা ছাড়াও কমেন্টও করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. প্রথমেই স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।

২. এখন মেনু অপশন খুঁজে পেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে ডান পাশের ওপরের দিকে প্রোফাইল ছবির ওপর (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করলেই মেনু চালু হবে। আইফোনে এই অপশন নিচের দিকে ডানে পাওয়া যাবে।

৩. এবার ‘গ্রুপস’ অপশনে ট্যাপ করুন।

৪. যে গ্রুপে নাম গোপন করে পোস্ট করতে চান তা স্ক্রল করে বা সার্চ করে বের করুন। গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।

৫. এখন গ্রুপের যেকোনো পোস্টের কমেন্ট সেকশনে যান। নাম ও ছবি রেখে কমেন্ট করার অপশনে পাশের নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। ফলে একটি পপ আপ মেনু আসবে।

৬. মেনু থেকে ‘অ্যানোনিমাস পার্টিসিপেট’ অপশনে ট্যাপ করুন।

৭. এখন একটি ছোট পপ আপ দেখাবে। এবার সেই পপ আপে ‘গট ইট’ অপশনে ট্যাপ করুন। এবার নাম ও ছবি ছাড়া আপনার কমেন্টটি পোস্ট হবে। আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়