শিরোনাম
◈ খুব সহজেই ডাউনলোড করুন নতুন ভোটার আইডি কার্ড ◈ বৈষম্য কমবে আসন্ন বাজেটে, অগ্রাধিকার পাচ্ছে যেসব খাত ◈ বর্ষবরণ শোভাযাত্রা নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদন লাগবে: ইউনেস্কো ◈ আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে অবহিত করেন প্রধান উপদেষ্টা ◈ শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০ (ভিডিও) ◈ পাকিস্তানের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর নিয়ে যা বলল ভারত (ভিডিও) ◈ ঢাকার সঙ্গে বাণিজ্য নরম সুর ভারতের, সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে দিল্লি ◈ ইসরাইল দখল করতে ছাত্রদলের এক মিনিট সময় লাগবে না শীর্ষক মন্তব্য করেননি সংগঠনটির সভাপতি ◈ কাতার সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন দুই নারী ক্রিকেটার ও ফুটবলার ◈ দূতাবাসে সেবা মিলছে না ঘুষ ছাড়া বরং উল্টো দেশে পাঠিয়ে দেওয়ার হুমকী: পুনরুদ্ধার হয়নি ইরাকের শ্রমবাজার!

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০২:১০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেই দেখে নিন, এসির গ্যাস আছে কি না

প্রকৃতিতে এরই মধ্যে গরম আসতে শুরু করেছে। এমন আবহাওয়ায় এসি ছাড়া সময় বেশ কষ্টসাধ্য ব্যাপার। অফিস কিংবা বাড়ি সব জায়গায় এসি চাই। ইতোমধ্যে অনেকে এসি ব্যবহার শুরু করেছেন। যদিও দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসিতে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

অনেক সময় দেখা যায় এসি চালানো শুরু করার পর ঠান্ডা হাওয়া বেরোয় না। এই সমস্যা মেটাতে মেকানিককে ডাকেন অনেকেই। মেকানিক এসি চেক দিলে প্রথমেই বলে দেন গ্যাস এসির ফুরিয়ে গিয়েছে, সেটা বদলে নতুন গ্যাস ভরাতে হবে। ফলে তার জন্য খরচও অনেক হয়।

অনেক ক্ষেত্রে অসৎ মেকানিকরা ভুল বুঝিয়ে এসির গ্যাস ভরানোর নামে আপনার থেকে অযথা অনেক টাকা নিয়ে থাকেন। তবে এখন থেকে টাকা খরচ করে আর মেকানিক ডাকতে হবে না, নিজেই বুঝতে পারবেন এসির গ্যাস শেষ কি না।

এসির গ্যাস ফুরিয়েছে কি না তা আপনি নিজেও ভালোভাবে তা দেখে নিতে পারেন। যদি দেখেন এসি চালানোর পরেও ঠান্ডা হাওয়া আসছে না, তাহলে সতর্ক হওয়া দরকার।

এছাড়া এসির কমপ্রেসরে যদি শব্দ হতে থাকে, তাহলেও এসির গ্যাস ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এসি চালু করার সময় নজর দিতে হবে কমপ্রেসর বারবার চালু বা বন্ধ হচ্ছে কি না। এই ঘটনা থেকেও বোঝা যায় এসির গ্যাস শেষ হয়ে গেছে কি না।

এসির আউটলেট পাইপে যদি বরফ জমে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে এসির গ্যাস ফুরিয়ে গিয়েছে। আবার অনেক সময় এই আউটডোর ইউনিটে তেল জমে থাকে।

তেল জমে থাকলে দেখতে পেলে বুঝতে হবে এসির গ্যাস আদপেই শেষ হয়ে গেছে। এই লক্ষণগুলো না দেখতে পেলেও যদি মেকানিক বলে এসির গ্যাস শেষ, তাহলে বুঝতে হবে সে আপনাকে বোকা বানাচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়