মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম, যুক্তরাষ্ট্রে টিকটকের অনিশ্চিত অবস্থানকে কাজে লাগিয়ে টিকটকের মতো ভিডিও স্ক্রলিং অভিজ্ঞতা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে চায়। তবে, এ বিষয়ে মেটা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে মেটা ‘এডিটস’ নামে একটি ভিডিও এডিটিং অ্যাপ চালু করে, যা টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ ‘ক্যাপকাট’-এর প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, মেটা ২০১৮ সালে ‘লাসো’ নামে একটি স্বতন্ত্র ভিডিও-শেয়ারিং অ্যাপ চালু করেছিল, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী হওয়ার লক্ষ্য নিয়ে বাজারে এসেছিল। কিন্তু জনপ্রিয়তা না পাওয়ায় পরে সেটি বন্ধ করে দেওয়া হয়।