শিরোনাম
◈ ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪ ◈ জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার ◈ ঈদের পর নির্বাচন ও সংস্কার দাবিতে ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ  ◈ অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা ◈ দুই-একজন অপকর্ম করছে, তাদেরকে কোনভাবেই দলে রাখতে পারব না : ইশরাক ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৪৮ ◈ দেশে এই প্রথম বিরাট অঙ্কের ভার্চুয়াল মুদ্রা জব্দ ◈ ঈদের আগে আবারও বাড়লো  স্বর্ণের দাম, সোমবার থেকে কার্যকর ◈ বাংলাদেশে বিনিয়োগ করবে চীনের সৌর প্যানেল জায়ান্ট ‘লংগি’: চীনা রাষ্ট্রদূত ◈ 'ধর্ষণ’ শব্দ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১২ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ থাকতে ৬টি  বিষয় শেয়ার করা থেকে বিরত থাকুন

বর্তমান যুগে সামাজিক যোগযোগমাধ্যম আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। আমাদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের নানা ঘটনা শেয়ার করে থাকেন। তবে কিছু বিষয় পোস্ট করলে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আপনারই। অনেক প্রতারক আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপনাকে বিপদে ফেলতে পারে। 

জেনে নিন নিরাপত্তার স্বার্থে কোন কোন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করা উচিত নয়। 

১. নিজের বাড়ির ছবি দিলেও ঠিকানা বা বাড়ির নম্বর প্রকাশ করবেন না। বাড়ির চারপাশের রাস্তাঘাটের ছবিও না দেখানোই ভালো। 

২. সন্তানের নিরাপত্তার স্বার্থে সে কোন স্কুলে পড়ছে সেই তথ্য ভুলেও দেবেন না। স্কুলের ইউনিফর্ম পরা শিশুর ছবিও পোস্ট করবেন না।

৩. ঘুরতে গিয়ে লোকেশন ট্যাগ করে ছবি দেবেন না। অনেকে বিভিন্ন স্থানে লোকেশন ট্র্যাকারে ট্যাগ করে সে জায়গার ঠিকানাসহ বিস্তারিত বিবরণও দেন। এমন করলেই বিপদে পড়তে পারেন।

৪. ইমেল আইডি সমাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা উচিত নয়। এই সব তথ্য সহজেই হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।

৫. জরুরি ও ব্যক্তিগর নম্বর যেমন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নাম্বার শেয়ার করবেন না অনলাইনে। এগুলোর ছবি শেয়ার না করাই ভালো। তারপরেও করতে চাইলে নম্বার ও তথ্য মুছে দিন। 

৬. আপনি কোথায় যাবেন, কী করবেন এসব সংবেদনশীল তথ্য অনলাইনে না জানালেই ভালো করবেন। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়