ইরানের তৈরি প্রথম ড্রোন ক্যারিয়ার ‘শহিদ বাঘেরি’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ড্রোন ক্যারিয়ারের মোড়ক উম্মোচন করা হয়।
ইরান শহিদ বাঘেরি যুদ্ধজাহাজ চালু করেছে। এটি একটি অত্যাধুনিক নৌযান যা একাধিক ড্রোন স্কোয়াড্রন মোতায়েন, মনুষ্যবিহীন যুদ্ধ বিমান উৎক্ষেপণ ও উদ্ধার করতে এবং বিভিন্ন ধরণের অনুসন্ধান ও স্ট্রাইক ড্রোন পরিচালনা করতে সক্ষম।
উন্নত এই যুদ্ধজাহাজটি উচ্চ-গতির আক্রমণাত্মক নৌকাগুলিকেও সহায়তা করে। এটি হেলিকপ্টার বহন ও যুদ্ধ পরিচালনা করতে এবং সমুদ্র জুড়ে ড্রোন ও হেলিকপ্টার মিশন পরিচালনায় একটি ভ্রাম্যমাণ সামুদ্রিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সূত্র: মেহর নিউজ
আপনার মতামত লিখুন :