ইরান ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিলের সচিব এমাদ আহমেদভান্দ বলেছেন, দেশটি গত ইরানি ক্যালেন্ডার বছরে (২০ মার্চ ২০২৪ তারিখে যা শেষ হয়) ছয়টি উন্নত দেশে ১০ লাখ ডলারেরও বেশি মূল্যের ন্যানোপ্রযুক্তি পণ্য রপ্তানি করছে।
বিদেশে ১০ লাখ ডলারেরও বেশি মূল্যের ন্যানোপ্রযুক্তি পণ্য রপ্তানি করে দেশটি বিশ্বব্যাপী ন্যানোপ্রযুক্তি বাজারে অগ্রণী ভূমিকা পালন করছে।
ইরান বিভিন্ন দেশে ন্যানোপ্রযুক্তি পণ্য রপ্তানির ক্ষেত্রে ব্যস্ত ও সক্রিয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সাথে টেক্সটাইল পণ্য ও সংশ্লিষ্ট সরঞ্জামের ক্ষেত্রেও সহযোগিতা করছে দেশটি।
তিনি আরও বলেন, ন্যানোম্যাটেরিয়াল, জ্বালানি এবং কৃষি ব্যতীত সকল শিল্প ক্ষেত্রে ইরানি ন্যানোপ্রযুক্তি পণ্য রপ্তানির জন্য ইরাককে একটি স্থিতিশীল গন্তব্য হিসাবে বিবেচনা করা হয়। ইরান সিভিল ইঞ্জিনিয়ারিং শিল্পের ক্ষেত্রে ইরাক, আফগানিস্তান এবং জর্জিয়া সহ প্রতিবেশী দেশগুলিতে সর্বাধিক রপ্তানি করে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ
আপনার মতামত লিখুন :