শিরোনাম
◈ ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ভাঙচুর: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাংলাদেশের ◈ শেখ হাসিনার বাসভবন সুধা সদনে এখনও জ্বলছে আগুন, চলছে লুটপাট ◈ ‘হাসিনা ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছে’ ◈ ছিনতাই ঠেকাতে 'স্মল আর্মস পাচ্ছেন' ট্রাফিক সার্জেন্টরা ◈ ক্ষমতার কারিগরেরা উধাও: কে কোথায় আছেন হাসিনার ঘনিষ্ঠরা? ◈ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও  আগুন দিল বিক্ষুব্ধ জনতা (ভিডিও) ◈ ধানমন্ডি ৩২ নম্বর থেকে জিনিসপত্র সরাচ্ছে উৎসুক জনতা (ভিডিও) ◈ এবার ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা (ভিডিও) ◈ নিয়োগ বাতিল: সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সবিচালয়ের সামনে অবস্থান

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২৩ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপসিকের সঙ্গে টেক্কা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি ২.০ চালু করল গুগল

জেমিনি মডেলটিকে এআই অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হিসেবে প্রতিষ্ঠিত করা গুগলের অন্যতম লক্ষ্য। ছবি: গুগল

গুগল তার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেল ‘জেমিনি ২.০ ফ্ল্যাশ থিংকিং’ উন্মোচন করেছে। মডেলটির বিশেষত্ব হলো—এটি ব্যবহারকারীর ইনপুটকে কয়েকটি ধাপে বিভক্ত করে এবং যুক্তির মাধ্যমে আরও সঠিক উত্তর দিতে পারে।

এটি শুধু প্রতিক্রিয়া নয়, বরং তার চিন্তার প্রক্রিয়াও দেখাতে পারে মডেলটি। এর ফলে মডেলটি উত্তরের কারণে বুঝতে পারবে ব্যবহারকারীরা।

গত সপ্তাহে রিজনিং মডেল সিরিজে ও৩ এবং ও৩–মিনি মডেল উন্মোচনের করেছে ওপেনএআই। এরই পরিপ্রেক্ষিতে গুগল নতুন মডেলটি নিয়ে এল। মডেলটি উন্মোচনের ক্ষেত্রে গুগল কিছুটা পিছিয়ে থাকলেও তারা দাবি করছে যে, বর্তমানে এটি বিশ্বের সেরা মডেল।

বর্তমানে ডেস্কটপ এবং মোবাইল অ্যাপে মডেল ‘ড্রপডাউন’ অপশনে জেমিনি ২.০ ফ্ল্যাশ থিংকিং মডেলটি পাওয়া যাবে। গত বছরের ডিসেম্বরে মডেলটি প্রাথমিকভাবে উন্মোচন করা হয়েছিল। তবে এখন এটি আরও উন্নত হয়েছে। ওপেনএআই এর ও১ এবং ডিপসিকের আর ১ মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য তৈরি হয়েছে।

এ ছাড়া, গুগল আরও একটি সংস্করণ ‘২.০ ফ্ল্যাশ থিংকিং এক্সপেরিমেন্টাল উইথ অ্যাপস’ উন্মোচন করেছে, যা ইউটিউব, গুগল সার্চ, এবং গুগল ম্যাপস-এর মতো সেবাগুলোর সঙ্গে সমন্বয় করবে।

এই ইন্টিগ্রেশনগুলোর লক্ষ্য হলো—জেমিনি মডেলটিকে এআই অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হিসেবে প্রতিষ্ঠিত করা।

এই আপডেটগুলোর মাধ্যমে জেমিনি তার রিজনিং ক্ষমতা এবং কার্যক্ষমতা উন্নত করেছে, যা ব্যবহারকারীদের আরও কার্যকরী সহায়তা প্রদান করবে। তবে, এর কাজ করার পদ্ধতি কিছুটা সময় সাপেক্ষ হতে পারে। কারণ এই জটিল কাজগুলোকে ছোট ছোট ধাপে বিভক্ত করে। ফলে, এটি আরও নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য দেয়।

জেমিনি ২.০ প্রো এক্সপেরিমেন্টাল মডেলটি কোডিং এবং জটিল প্রম্পট পরিচালনায় বিশেষ দক্ষতা অর্জন করেছে। পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় এর অনেক উন্নত রিজনিং বা যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা রয়েছে। মডেলটির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো—গুগল সার্চের ইন্টিগ্রেশন এবং ব্যবহারকারীর পক্ষ থেকে বিভিন্ন কোড কার্যকর করা।

এ ছাড়া, জেমিনি ২.০ প্রো-তে রয়েছে ২ মিলিয়ন টোকেন কনটেক্সট উইন্ডো, যার মাধ্যমে এটি এক সেশনে প্রায় মডেলটি ১৫ লক্ষ শব্দ প্রক্রিয়াধীন করতে পাবে।

জেমিনি ২.০ ফ্ল্যাশ এর প্রতি মিলিয়ন টোকেনের জন্য ব্যবহারকারীদের ১০ সেন্ট খরচ করতে হবে। আর জেমিনি ২.০ ফ্ল্যাশ-লাইট এর প্রতি মিলিয়ন টোকেনের জন্য দশমিক ৭৫ সেন্ট।

এদিকে গুগলের নতুন জেমিনি ২.০ প্রো মডেলের অত্যন্ত উন্নত কার্যক্ষমতা রয়েছে। বর্তমানে, এটি শুধুমাত্র জেমিনি অ্যাডভান্সড সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়