শিরোনাম
◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড়

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোনের সাহায্যে হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক : কাজের ক্লান্তি কাটাতে ঘুরতে যাওয়ার থেকে ভালো উপায় আ কিছুই নেই। আর এ কারণেই মানুষ অবকাশ যাপনের জন্য বের হন। জনপ্রিয় পর্যটন অঞ্চলে ভ্রমণকারীদের থাকার সুবিধার জন্য হোটেল থাকেই। তাই প্রিয় স্থান নির্বাচন করে অবকাশ যাপনের যেতে পারেন। তবে অনেকেই হোটেল কক্ষ আতঙ্ক কাজ করে লুকানো ক্যামেরা নিয়ে। এমনকি শপিং করতে গিয়ে ট্রায়াল রুমেও এই ভয় থেকেই যায়। তবে কিছু কৌশল জানা থাকলে সহজেই বুঝতে পারবেন আপনি নিরাপদে আছেন কিনা। এমনকি মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে গোপন ক্যামেরা শনাক্ত করবেন সে কৌশল উঠে এসেছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।   

রিফ্লেকশন: স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করে রুমের বিভিন্ন স্থানে ভালো করে দেখুন। গোপন ক্যামেরাগুলো প্রায়ই একটি ছোট লেন্স থাকে, যা আলো প্রতিফলিত করে। এই প্রতিফলন আপনার ফোনের ক্যামেরায় দেখা যেতে পারে।

ইনফ্রারেড সিগন্যাল খুঁজে দেখা: অনেক গোপন ক্যামেরা ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে, যা মানুষের চোখে দেখা যায় না। তবে আপনার ফোনের ক্যামেরা এই ইনফ্রারেড লাইট ধরা করতে পারে। তাই, ফোনের ক্যামেরা দিয়ে চারপাশ দেখুন এবং যেকোনো অস্বাভাবিক লাইট প্যাটার্নের দিকে লক্ষ্য রাখুন।

ক্যামেরা-ডিটেকশন অ্যাপ: এখন হিডেন ক্যামেরা খুঁজে বের করার অ্যাপও আছে। অ্যাপ স্টোর থেকে ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’ অ্যাপ নামিয়ে নিন। এবার সেই অ্যাপসের নিয়ম জেনে সহজেই লুকানো ক্যামেরা খুঁজে বের করতে পারবেন। ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান: আপনার ফোনের ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করে দেখুন কোন নতুন ডিভাইস সংযুক্ত হচ্ছে কিনা। যদি কোনও অস্বাভাবিক ডিভাইস আপনার নেটওয়ার্কে দেখা যায়, তাহলে সেটা হতে পারে গোপন ক্যামেরা।

এছাড়া, ক্যামেরা ডিটেকশন ডিভাইসও ব্যবহার করতে পারেন যা গোপন ক্যামেরা শনাক্তে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তবে, সবশেষে, আপনার নিরাপত্তার জন্য আপনি যদি কিছু সন্দেহ করেন, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়