শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেটার ক্ষমাপ্রার্থনা, ভারতের নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য

ভারতের ২০২৪ সালের সাধারণ নির্বাচন নিয়ে মেটা প্রধান মার্ক জাকারবার্গের একটি মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যে ক্ষমা চেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মটি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মেটার এক ভারতীয় প্রতিনিধি জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করেন।

ভারতীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টের প্রেক্ষিতে জাকারবার্গের মন্তব্যের তথ্য যাচাইপূর্বক (ফ্যাক্ট চেক) এক পোস্টে মেটা ইন্ডিয়ার (জননীতি) ভাইস-প্রেসিডেন্ট শিবনাথ থুকরাল বলেন, ‘মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মার্কের পর্যবেক্ষণ ছিল এই যে, ২০২৪ সালের নির্বাচনে অনেক ক্ষমতাসীন দল পুনঃনির্বাচিত হয়নি, তা বেশ কিছু দেশের জন্য সত্য। কিন্তু ভারতের জন্য নয়।’

 ‘আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। ভারত মেটার জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ এবং আমরা এর উদ্ভাবনী ভবিষ্যতের কেন্দ্রবিন্দুতে থাকার জন্য উন্মুখ’, যোগ করেন শিবনাথ থুকরাল। 
 
এই বিতর্কের সূত্রপাত মূলত গত শুক্রবার (১০ জানুয়ারি)। ওই দিন এক পডকাস্টে সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে ক্ষমতাসীন সরকারগুলোর ব্যাপারে জনমনে আস্থা ঘাটতি দেখা দিয়েছে। কথা প্রসঙ্গে ভারতের উদাহরণও দেন তিনি।
 
 জাকারবার্গ বলেন, ‘২০২৪ বিশ্বজুড়ে একটি খুব বড় নির্বাচনী বছর ছিল এবং ভারতসহ বহু দেশে নির্বাচন হয়েছে। ক্ষমতাসীনরা মূলত প্রতিটি নির্বাচনে হেরে গেছে। এটা এক ধরণের বৈশ্বিক ঘটনা হয়ে দাঁড়ায়।’
 
মেটা প্রধান আরও বলেন, ‘সেটা মুদ্রাস্ফীতির কারণে হোক বা কোভিড মোকাবেলার অর্থনৈতিক নীতির কারণে হোক বা সরকারের কোভিড মোকাবেলার পদ্ধতির কারণে হোক; বিশ্বব্যাপী একই ধরনের ঘটনা ঘটেছে। বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে বলে অনুমান করা যায়।’
 
জাকারবার্গের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানান ভারতের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ‘ভুল সংশোধন’ করে দিয়ে সোমবার (১৩ জানুয়ারি) এক এক্স পোস্টে তিনি বলেন, ‘জাকারবার্গ দাবি করেছেন, করোনা পরবর্তী সময়ে ভারতের ২০২৪ সালের নির্বাচনসহ বেশিরভাগ দেশে ক্ষমতাসীন সরকার হেরে গেছে। এটি তথ্যগতভাবে ভুল।’
 
অশ্বিনী আরও লেখেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছে। মোদিজি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে নজির গড়েছেন। জাকারবার্গের মতো ব্যক্তির এমন ভুল তথ্য দেয়ার ঘটনা হতাশাজনক।’ 
 
 এরপর ওই মন্তব্যের জেরে মেটা কর্তৃপক্ষকে তলব করা হতে পারে বলে আভাস দেনে দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। বিজেপি সাংসদ ও সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক এক্স পোস্টে বলেন, ভুল তথ্য ছড়ানোর জন্য মেটা কর্তৃপক্ষকে তার নেতৃত্বাধীন কমিটির সামনে তলব করা হবে।
 
তিনি আরও বলেন, ‘কোনো গণতান্ত্রিক দেশের বিষয়ে ভুল তথ্য ছড়ালে সেটা ওই দেশের ভাবমূর্তিকে নষ্ট করে। এই ভুলের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ভারতের সংসদ এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।’ ভারতীয় কর্তৃপক্ষের প্রতিবাদের মুখে ক্ষতা চাইতে বাধ্য হল মেটা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়