শিরোনাম
◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো ◈ এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবে লঞ্চ হবে অ্যান্ড্রয়েড ১৬? জানালো গুগল

আইটি ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। অন্যসব সেবার মতো অ্যান্ড্রয়েড নিয়েও বিশ্বব্যাপী চলে উন্মাদনা। ব্যবহারকারীরা মুখিয়ে থাকেন কবে আসবে নতুন ভার্সন সে অপেক্ষায়। এবার গুগল জানিয়েছে, পরবর্তী সংস্করণ প্রত্যাশার চেয়েও আগে আসবে। পূর্বে আগামী বছরের তৃতীয় প্রান্তিকে অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ আসার কথা শোনা গেলেও এবার প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে ভিন্ন কথা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-এর দ্বিতীয় প্রান্তিকে উন্মোচিত হবে অ্যান্ড্রয়েড ১৬। অ্যান্ড্রয়েড অথরিটি।

নতুন ডিভাইস উন্মোচনের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণ আগেভাগেই উন্মোচন করা হবে। অ্যান্ড্রয়েডের বড় আপডেট সাধারণত বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসে। আর ছোট কিছু আপডেট ছাড়া গত ১০ থেকে ১২ বছরে অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়েছে।

কিন্তু এবার অ্যান্ড্রয়েড ১৬ বছরের মাঝের সময়ে বাজারে আসতে যাচ্ছে। তবে এর পরের বছর ডিসেম্বরে অ্যান্ড্রয়েড সংক্রান্ত আরও একটি ছোট আপডেট আসতে পারে।

অ্যান্ড্রয়েডের ভার্সনের লঞ্চ এগিয়ে আনার ব্যাপারে গুগল জানিয়েছে, নতুন ডিভাইস লঞ্চের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে আরও বেশি ডিভাইসে অ্যান্ড্রয়েড-১৬ শুরু থেকেই অন্তর্ভুক্ত থাকবে। অ্যান্ড্রয়েডের পুরোনো ভার্সন যারা ব্যবহার করছেন তারা নতুন ভার্সন আপডেট করার সুযোগ পাবেন।


গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড-১৬ ফোনে চলে এলে কিছু অ্যাপের আপডেটের প্রয়োজন হতে পারে। অ্যাপ ডেভেলপারদের এপিআই-এ পরিবর্তন আনতে হতে পারে। তবে অ্যান্ড্রয়েড-১৬-তে অতিরিক্ত কী কী ফিচার থাকবে, সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানায়নি গুগল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিকিউরিটি এবং বাগ সংক্রান্ত বিষয়ে অ্যান্ড্রয়েডের এ ভার্সন আগের ভার্সনগুলো থেকে আরও আপডেটেড হবে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রথম বাজারে আসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড বাজারে আসার পর স্মার্টফোনের দুনিয়ায় আমূল পরিবর্তন এসেছে। বিশ্বে যত স্মার্টফোন ব্যবহৃত হয়, তার সিংহভাগেই রয়েছে এ অপারেটিং সিস্টেম। সময়ে সময়ে অ্যান্ড্রয়েডের আপডেটেড ভার্সন বাজারে এসেছে। ২০১২ সালে এসেছিল অ্যান্ড্রয়েড-৪.১, যা অ্যান্ড্রয়েড জেলিবিন হিসাবে পরিচিত। এ ভার্সন থেকেই অ্যান্ড্রয়েড ব্যবহারের রমরমা শুরু হয়। কিটক্যাট, মার্শম্যালো, ওরিও-র মতো অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো ভারতের বাজারে বিপুল ব্যবসা করেছে। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর অ্যান্ড্রয়েড-১৫ বাজারে এসেছে। পরের বছরই আরও একটি আপডেটেড ভার্সন বাজারে আসবে।
সুত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়