শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মস্তিষ্ক নয়, স্মৃতি ধরে রাখে  শরীরের বিভিন্ন কোষ!

বিজ্ঞান ডেস্ক : কিছু মনে রাখার কাজ করে মস্তিষ্ক। কিছু মনে না আসলেই আমরা বলি মাথায় কিছু সমস্যা হয়েছে। তবে এই ধারণাকে এবার ভুল বলছে নতুন এক গবেষণা। গবেষণায় উঠে আসছে মানুষের স্মৃতি সচল রাখার কাজ শুধু মস্তিষ্ক করে না, করে অন্যান্য অংশও। গবেষণা বলছে, শরীরের অন্যান্য বিভিন্ন কোষ স্মৃতি বজায় রাখতে সাহায্য করে। 

সম্প্রতি নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা। এই গবেষণায় প্রকাশিত বিষয় নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে। এই আবিষ্কার স্মৃতি সম্পর্কিত সমস্যাগুলির চিকিৎসার জন্য নতুন পথ তৈরি হল। গবেষণায় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির নিকোলে ভি কুকুশকিন। তিনি বলছেন, শরীরের অন্যান্য কোষগুলিও শিখতে পারে এবং স্মৃতি গঠন করতে পারে। গবেষকরা দেখেছেন, মস্তিষ্কের কোষগুলির মতো, অ-মস্তিষ্ক কোষগুলিও একটি "মেমরি জিন" তৈরি করে দিতে পারে। 

কীভাবে জানা গেল এই তথ্য? অ-মস্তিষ্কের কোষগুলি মেমরি ধরে রাখতে পারে কি না তা দেখার জন্য দেখা হয়েছিল প্রোটিন তৈরির ক্ষেত্রে কী করছে। দেখা যায় সেটি সফলভাবে করতে পারছে। সেখান থেকে গবেষকেরা বুঝতে সক্ষম হন এই কোষগুলোও মেমরি জিন তৈরি করতে সক্ষম।

গবেষক দলটির পরীক্ষায় উঠে এসেছে, এই কোষগুলির স্মৃতি ধরে রাখার প্রক্রিয়াটি মস্তিষ্কের মতোই হয়। ঠিক যেভাবে মানুষের মস্তিষ্কের নিউরনগুলি গঠন হয় এদেরও বিন্যাস তাই। 

এই গবেষণা চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিক খুলে দিল। এতদিন স্মৃতিনষ্ট সহ স্মৃতি সম্পর্কিত যে কোনও রোগের ক্ষেত্রে মস্তিষ্কের চিকিৎসা করা হত আর ওষুধ দেওয়া হত সেই হিসেবে। কিন্তু এই গবেষণাটি নতুন করে ভাবাচ্ছে। এবার এই ধরনের কোনও কেস এলে শুধু মস্তিষ্কই না আরও অনেক কিছুই খতিয়ে দেখতে হবে। তাই ভালো ব্রেনের জন্য শুধু মস্তিষ্ক নয়, সারা শরীরের চিকিৎসা প্রয়োজন। তবে এখনই সিদ্ধান্ত নয়, বিজ্ঞানীরা জানাচ্ছেন আরও অনেক গবেষণা করার প্রয়োজন আছে। 

সুত্র : আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়