শিরোনাম
◈ কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি ◈ সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে ◈ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যেসব দেশ নিরাপদ থাকবে ◈ কারও স্ত্রী চলে গেছে, কারও চাকরি: যেমন আছেন জুলাই আন্দোলনের আহতরা ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং, এরপর যা যা হলো ◈ হ্যারি কেইনের রেকর্ড গড়া হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখের দারুণ জয় ◈ ভারত ও পাকিস্তানের কাছ থেকে আয়োজক স্বত্ব আইসিসির কেড়ে নেয়া উচিত: রশিদ লতিফ ◈ অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনটি দারুণ কাটোলো ওয়েস্ট ইন্ডিজ  ◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ১২:৫২ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান ৫ বছরে ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে

পার্সটুডে- ইরানে আগামী ৫ বছরে নবায়নযোগ্য খাত থেকে ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে খবর দিয়েছেন ইরানের জ্বালানীমন্ত্রী আব্বাস আলীআবাদি।

তিনি ইরানের জ্বালানি দক্ষতা ও অপ্টিমাইজেশান বিষয়ক তৃতীয় সম্মেলনে বলেছেন: জ্বালানি মন্ত্রণালয়ের সহায়তা নীতি অনুসারে, বেসরকারি খাত এবং জনগণের সহায়তায় ইরানে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আগামী পাঁচ বছরে ৫০,০০০ মেগাওয়াটে উন্নীত হবে।

বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক দিয়ে ইরান দ্বিতীয় অবস্থানে এবং তেলের মজুদের দিক দিয়ে ইরান বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে বলে জানান আলীআবাদি। তিনি বলেন: ইরানে দৈনিক ১১ কোটি লিটার ডিজেল, ১২ কোটি লিটার অকটেন, ৭৩ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস এবং সাড়ে পাঁচ কোটি লিটার জ্বালানি তেল উৎপাদিত হয়। ইরানের জ্বালানীমন্ত্রী বলেন: এই পরিসংখ্যান প্রমাণ করে, ইরানের উচ্চামাত্রার জ্বালানী উৎপাদন সক্ষমতা রয়েছে।

আলীআবাদি আরো বলেন: ইরানের জ্বালানি মন্ত্রণালয় আগামী বছর সফলভাবে সর্বোচ্চ লোড অতিক্রম করার জন্য ১৪টি মেগা প্রকল্প প্রস্তুত করেছে, যার মধ্যে নতুন তাপ ও ​​নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি, সময়মতো বিদ্যুৎ কেন্দ্রের মেরামত, জ্বালানীর সর্বোত্তম ব্যবহার ও শিল্পকে স্মার্ট করা সংক্রান্ত ব্যবস্থাপনার কথা উল্লেখ করা যায়।

ইরানে সাম্প্রতিক বছরগুলোতে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এর আগে, ইরানের নবায়নযোগ্য জ্বালানি সংস্থার প্রধান মোহসেন তারজতালেব বলেছেন: ইরানের সরকার ও সংসদ নবায়নযোগ্য বিদ্যুৎ শিল্পের জন্য অতুলনীয় সহায়তা প্রদান করায় নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে একটি ব্যতিক্রমী সুযোগ তৈরি করা হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ত্রয়োদশ সরকারের আমলে, ইরানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় ১০ হাজার ৩৮২ মেগাওয়াটের বেশি যুক্ত করা হয়। এছাড়া, প্রায় ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাস্তবায়নাধীন রয়েছে, বর্তমানে যেগুলোর কাজের অগ্রগতি ১০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়