শিরোনাম
◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৫:০৮ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন ভিপিএনে ঝুঁকছে মানুষ? 

মোস্তাকিম স্বাধীন: [২] মানুষ ক্রমাগতই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। প্রয়োজনের তাগিদেই নিজের তথ্য খুঁজে পেতে নির্ভরশীল হয়ে পড়ছে ভিপিএন’র ওপর। বিশ্বের ১৬ কোটি মানুষ এখন ভিপিএন ব্যবহার করছে। জাগো নিউজ২৪

[৩] অন্যদিকে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার ঝুঁকিপূর্ণ। এটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সূত্র: ইন্ডিপেনডেন্ট  টিভি

[৪] তিনি বলেছেন, অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেন করলে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য অন্যের কাছে চলে যেতে পারে। ইত্তেফাক 

[৫] মার্কিন সাময়িকী ফোর্বস এর মতে, বর্তমানে ব্যবসার তুলনায় ব্যক্তিগত পর্যায়ে ভিপিএন এর ব্যবহার সবচেয়ে বেশী হচ্ছে। বর্তমানে ৭৭ শতাংশ মানুষ ভিপিএন ব্যবহার করছেন। জাগো নিউজ

[৬] নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলেন, আমি আমার তথ্য পেতে গত কয়েক বছর ধরে ভিপি এন ব্যবহার করে আসছি। এতে সুবিধা যতটা পাওয়া যায় সেই তুলনায় ঝুঁকিতো কিছুটা রয়েছে।

[৭] তবে ভিপিএন ব্যবহারকারীদের মূল উদ্দেশ্য তথ্য গোপন করা এবং সরকারী সংস্থাগুলো চাইলে অনেক সময় বিভিন্ন তথ্য উদঘাটন করতে পারে না। ভিপিএন ব্যবহারকারীদের অনেকে বিশ্বব্যাপী বহু অপরাধ সংঘটিত করে থাকে। সরকারের এই ক্ষেত্রে অপরাধীদের শনাক্ত করা খুব কঠিন হয়ে পড়ে।

[৮] বিশ্বের শীর্ষ ভিপিএন ব্যবহারকারী দেশ কাতার। দেশটিতে ৭০ শতাংশ মানুষ ভিপিএন ব্যবহার করে থাকে। তবে সবচেয়ে কম ভিপিএন ব্যবহারকারীর সংখ্যার শীর্ষে রয়েছে সাউথ আফ্রিকা। দৈনিক বাংলা। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএস/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়