শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৪, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এললামা’ এআই মডেলের নতুন সংস্করণ আনল মেটা

প্রীতিলতা: [২] নিজেদের ‘মেটা এআই’ চ্যাটবট বা ভার্চুয়াল সহকারিতে ব্যবহৃত ‘এললামা’এআই মডেলের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে মেটা। ‘এললামা ৩.১’ মডেলটিকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সবচেয়ে শক্তিশালী সংস্করণ হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ওপেন সোর্সভিত্তিক হওয়ায় এআই মডেলটি কাজে লাগিয়ে বিনা মূল্যে নিজস্ব এআই চ্যাটবট তৈরি করতে পারবে যেকোনো প্রতিষ্ঠান। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] মেটার তথ্যমতে, এললামা ৩.১ বিশ্বের সবচেয়ে বড় এবং কার্যকর ওপেন সোর্সনির্ভর এআই মডেল। এটি হালনাগাদ যেকোনো এআই মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। চলতি বিষয়াবলি, নির্দিষ্ট কাজ, গাণিতিক সমাধান, টুল ব্যবহার ও ভিন্ন ভাষায় অনুবাদের জন্য মডেলটি খুবই কার্যকর। এর ফলে গুগল, ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মতো এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মেটার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে।

[৪] ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি এবং গুগলের এআই মডেলের মতো এললামা ৩.১ মাল্টিমোড নয়। অর্থাৎ মেটার এআই মডেল শুধু টেক্সটভিত্তিক। এটি ছবি, অডিও ও ভিডিওভিত্তিক নয়। তবে ওয়েব ব্রাউজার ও সফটওয়্যারে মেটার এআই মডেলটি স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে।

[৫] এললামার নতুন সংস্করণ আনার পাশাপাশি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সঙ্গে এআই মডেল উন্নয়নে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে মেটা। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষিত করতে কম্পিউটারের চিপ খুবই গুরুত্বপূর্ণ। তাই এনভিডিয়ার সঙ্গে মেটার যৌথ উদ্যোগ এললামা এআই মডেলের উন্নয়নে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। সম্পাদনা: রাশিদ

এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়