শিরোনাম

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৫:২১ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২৪, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন বেশিরভাগ গ্রাহক: আইএসপিএবি

প্রীতিলতা: [২] দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ৪০ শতাংশ পুনরায় ঠিক করা হয়েছে এবং বেশিরভাগ গ্রাহক রাতের মধ্যে সংযোগ পাবেন বলে জানিয়েছেন দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক। সূত্র: ৭১ চ্যানেল

[৩] আইএসপিএবি সভাপতি বুধবার গণমাধ্যমে বলেন, ‘আমরা সব লাইন চালু করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি বেশিরভাগে গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পেয়ে যাবেন।’

[৪] এর আগে, গত ১৭ জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। পরদিন বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও। ফলে পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

[৫] মঙ্গলবার রাত ৯টার দিকে ‘অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায়’ সীমিত পরিসরে ইন্টারনেট সংযোগ চালু হয়।

[৬] পাঁচ দিন ইন্টারনেট না থাকায় বিদ্যুৎ ও গ্যাস বিল, অনলাইনে টাকা লেনদেন, মুঠোফোনে টাকা ভরা, অনলাইনে কেনাবেচা, ফ্রিল্যান্সিং, বিমানের টিকিট কেনা, অনলাইনভিত্তিক বিনোদনের মাধ্যম (ওটিটি, ইউটিউব প্রভৃতি) ও পড়াশোনা- সব সেবাই হয় বন্ধ রয়েছে কিংবা বিঘ্নিত হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম চালাতে সমস্যায় পড়েছে।

[৭] বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) জানিয়েছে, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে পাঁচদিনে সফটওয়্যার খাতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকার ওপরে। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়