প্রীতিলতা: [২] প্রতিদিন আড়াই কোটি মানুষ এক্স ব্যবহার করছেন। প্রতি মাসে অন্তত ৫৫ কোটি ব্যবহারকারী এ সাইটে আসেন। সূত্র: এএনআই
[৩] সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) জন্য বড় ধরনের ঘটনাবহুল সপ্তাহ গেল। গত শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে হত্যাচেষ্টার মুখে পড়েন। বিষয়টি নিয়ে এক্স অ্যাপে ব্যাপক আলোচনা হয়েছে। এর মধ্যেই এক্সের মালিক ইলন মাস্ক দাবি করেন, ব্যবহারের দিক থেকে নতুন এক রেকর্ড ছুঁয়েছে এক্স।
[৪] এক্সে করা এক টুইটে ইলন মাস্ক লেখেন, এক দিনে টুইটার ব্যবহারের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। ৪১৭ বিলিয়ন সেকেন্ড এক্স ব্যবহার করেছেন ব্যবহারকারীরা এক দিনে। অর্থাৎ একজন ব্যবহারকারী গড়ে একনাগাড়ে ২৭ দশমিক ৮ মিনিট টুইটার ব্যবহার করেছেন। গত সোমবার এক্স ব্যবহারের এ রেকর্ড হয়।
[৫] গত মার্চের শুরুতে এক্সে ব্যবহারকারী বেড়ে যাওয়ার তথ্য প্রকাশ করা হয়েছিল। ওই সময় এক্স ডেটা অ্যাকাউন্ট থেকে জানানো হয়, প্রতিদিন আড়াই কোটি ব্যবহারকারী এক্স ব্যবহার করছেন। এ বছর প্রতিদিন এক্সে ব্যবহারকারীর গড় কাটানো সময় ১৩ শতাংশ বেড়েছে। গত ছয় মাসে এক্স অ্যাপে ব্যবহারকারীর কাটানো সময় বেড়েছে ১৭ শতাংশ।
[৬] এক্স ডেটা অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর এক্সে গড়ে প্রতিদিন ৮০০ কোটি মিনিট ব্যবহৃত সময় বেড়েছে। প্রতিদিন ১৭ ব্যবহারকারী এক্সে যোগ দিচ্ছেন। সম্পাদনা: শামীম হাসান
পিএল/এসএইচ/আইএফ
আপনার মতামত লিখুন :