শিরোনাম
◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ১১:২৭ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রসাধনী ও বিউটি পার্লারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

সাজ্জাদুল ইসলাম: [২] দক্ষিণ কোরিয়ার প্রসাধন নির্মাতা প্রতিষ্ঠান অ্যামোরপ্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সৌন্দর্য পরীক্ষাগার (বিউটিল্যাব) চালু করেছে। এই ল্যাব থেকে সেবা পেতে ইতিমধ্যে অনেক গ্রাহক আগ্রহ দেখিয়েছেন। সূত্র : রয়টার্স 

[৩] এ ল্যাব বা বিউটিপার্লারে কাজ করছে রোবট। এ রোবট গ্রাহকের ত্বকের ধরণ বুঝে প্রসাধনসামগ্রী বাছাই করে এবং প্রযুক্তির সমন্বয়ে সবচেয়ে মানানসই লিপস্টিকের রং ঠিক করে দিতে পারে। 

[৪] উন ইউ জিন নামের ৩২ বছর বয়সী এক গ্রাহক বলেন, প্রত্যেকের নিজস্ব স্কিন টোন রয়েছে। সাধারণত তারা কাউন্টারে থাকা বিভিন্ন পরিচিত প্রসাধনসামগ্রী বেছে নেন। তিনি বলেন, নিজের ত্বক সম্পর্কে এআই’র মাধ্যমে আরও তথ্য জানা এবং আগে-পরে নিজে দেখা খুব ভালো অভিজ্ঞতা।

[৫] এআই ব্যবহার করে ত্বকের তথ্য পাওয়ার পর একটি রোবট ফাউন্ডেশন মিশ্রণ তৈরি করে, যা স্কিন টোনের সঙ্গে পুরোপুরি মিলে যায়। বর্তমানে অনেক প্রসাধন প্রতিষ্ঠান তাদের পণ্য বিক্রিতে এআই ব্যবহার করছে। অ্যামোরপ্যাসিফিক ২০৫টি ভিন্ন ত্বকের ফাউন্ডেশন ও ঠোঁটের ৩৬৬টি ভিন্ন পণ্যের লিপস্টিক সুপারিশের জন্য এআই ব্যবহার করছে। 

[৬] অ্যামোরপ্যাসিফিকের প্রসাধন পণ্য ব্যবসার উপদেষ্টা লি ইয়াং–জিন বলেন, ‘বিশেষজ্ঞরা সেবা খাতে অনেক ব্যক্তির ত্বকের তথ্য মূল্যায়ন করতে যে পদ্ধতি ব্যবহার করে, তার পরিবর্তে আমরা ডিপ লার্নিং, মেশিন লার্নিং কৌশল ব্যবহার করেছি।’ বিশ্লেষকেরা বলছেন, বিশেষজ্ঞদের তুলনায় এআই ব্যবহার করা হলে পণ্যের বিকাশ ত্বরান্বিত হয়। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়