শিরোনাম
◈ পদ্মা সেতুর সঙ্গে শেখ হাসিনার নাম মিশে গেছে: ওবায়দুল কাদের  ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা ◈ কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়ল সবজির, পেঁয়াজ ১১০, কাঁচামরিচের ত্রিপল সেঞ্চুরি ◈ ব্রিটেনে মুসলিম অধ্যুষিত এলাকায় গাজাপন্থীদের কাছে হেরেছেন লেবার প্রার্থীরাও ◈ দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ◈ নোবেলবিজয়ী কেনো এমডি পদের জন্য লালায়িত, বুঝলাম না: প্রধানমন্ত্রী ◈ পরিবর্তন এখন থেকেই শুরু হলো, প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভাষণে কিয়ার স্টারমার ◈ অনেক ঝড়ঝঞ্ছা পার হয়ে পদ্মা সেতু করেছি, মাথানত করে নয় : প্রধানমন্ত্রী ◈ সাংবাদিকদের সত্য তথ্য উপস্থাপন করার অনুরোধ মতিউরের স্ত্রী লাকীর ◈ ঢাবি ছাত্র অংকন ফুটবলে গিনেস রেকর্ড গড়লেন 

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৪, ০১:০০ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রোম ব্রাউজার ও গুগল অ্যাকাউন্টের সার্চ ইতিহাস মুছে ফেলবেন যেভাবে

প্রীতিলতা: [২] ক্রোম ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার পাশাপাশি প্রতিদিন গুগলে বিভিন্ন বিষয়ের তথ্য খোঁজ করেন অনেকেই। গুগল অ্যাকাউন্টে (জিমেইল) লগইন করে বা লগইন ছাড়া যেভাবেই তথ্য খোঁজেন না কেন, কোনো তথ্যই চোখ এড়ায় না গুগলের। তাই প্রতিদিন ক্রোম ব্রাউজারের মাধ্যমে কোন কোন ওয়েবসাইটে প্রবেশ করছেন বা গুগলে আপনি কী খুঁজছেন বা খোঁজার চেষ্টা করছেন, তার সব তথ্যই জমা থাকে গুগলের তথ্যভান্ডারে। তবে চাইলেই ক্রোম ব্রাউজার ও গুগল অ্যাকাউন্টের সার্চ ইতিহাস মুছে ফেলা যায়। সূত্র: প্রথম আলো

[৩] ক্রোম ব্রাউজারে সংরক্ষণ করা ইতিহাস মুছে ফেলার জন্য কম্পিউটার থেকে প্রথমে ব্রাউজারটিতে প্রবেশ করে ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত অপশন থেকে ‘হিস্ট্রি’ অপশন নির্বাচন করতে হবে। এরপর বাঁ দিকে থাকা ট্যাব থেকে ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’তে ক্লিক করলেই একটি পপআপ দেখা যাবে। বেসিক বা অ্যাডভান্সড যে কোনো একটি অপশন নির্বাচন করে তথ্য মুছে ফেলার সময়সীমা নির্দিষ্ট করে ‘ক্লিয়ার ডেটা’ অপশন নির্বাচন করলেই নির্দিষ্ট সময়ের সব ইতিহাস ক্রোম ব্রাউজার থেকে মুছে যাবে।

[৪] গুগল অ্যাকাউন্টের সার্চ ইতিহাস মুছে ফেলার জন্য যেকোনো ব্রাউজারে প্রবেশ করে https://myactivity.google.com/myactivity এই ঠিকানায় প্রবেশ করতে হবে। এরপর স্ক্রল করে ‘ফিল্টারস বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট’-এর পাশে থাকা ‘ডিলিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর তথ্য মুছে ফেলার সময়সীমা নির্দিষ্ট করে ‘ডিলিটিং নাউ’ অপশনে ক্লিক করলেই নির্দিষ্ট সময়ের সব তথ্য মুছে যাবে।

পিএল/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়