ইমরুল শাহেদ: [২] ভারতের নির্বাচন কমিশনের নির্দেশের পর ভারতীয় ব্যবহারকারীদের জন্য রাজনৈতিক বক্তব্য সম্পর্কিত পোস্ট ব্লক করেছে সামাজিক মাধ্যম এক্স(সাবেক টুইটার)। নির্বাচন চলাকালীন এমন পোস্ট ব্লক করতে এক্সকে নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্র: ডয়েচে ভেলে
[৩] নির্দেশ মেনে পোস্ট ব্লক করলেও এক বিবৃতিতে এক্স ভারতের নির্বাচন কমিশনের ঐ নির্দেশের সঙ্গে একমত নয় বলে জানিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলে তারা মনে করে।
[৪] ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত হচ্ছে বলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচকেরা অভিযোগ করেছেন। গতবছর মোদি প্রশাসনের সমালোচনা করা টুইট ও অ্যাকাউন্ট মুছে ফেলার নির্দেশ শুরুতে না মানায় ভারতের একটি আদালত এক্সকে ৬১ হাজার ডলার জরিমানা করেছিল।
[৫] ২০১৪ সালে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর গণমাধ্যম সূচকে দেশটির অবস্থান ২১ ধাপ পিছিয়েছে। বর্তমানে ১৮০ দেশের মধ্যে ভারতের অবস্থান ১৬১।
[৬] আগামী সোমবার এক্স এর মালিক ইলন মাস্ক ভারতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন। সেখানে ভারতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
[৭] গতবছর ব্রাজিলে নির্বাচনের সময়ও ভুয়া তথ্য ছড়ানো অ্যাকাউন্ট মুছে ফেলতে এক্সকে নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথমে নির্দেশ না মানলেও পরে তা মেনে নেয় এক্স। সম্পাদনা: ইকবাল খান
এসবি২
আপনার মতামত লিখুন :