শওগাত আলী সাগর: ১. সূর্য আর চন্দ্র যেনো প্রেমিক আর প্রেমিকা। তাদের মিলন হয় কদাচিৎ, পরিপূর্ণ মিলন তো অনেক সাধনার ফসল। কখনো যখন দুই প্রেমিক প্রেমিকার মিলন ঘটে, তখন পুরো পৃথিবীকে আড়াল করে তারা একে অপরকে ভালোবাসায় মত্ত হয়ে ওঠে। আমরা পৃথিবীর মানুষ তাকে পূর্ণ সূর্যগ্রহণ বলি।
২. সূর্য আর চন্দ্র- এই দুইয়ের মধ্যে কে প্রেমিক আর কে প্রেমিকা! প্রায় সব আদিবাসী বিশ্বাসেই সূর্য হচ্ছে নারী, যার হাতে আছে আলোর মশাল। আর চন্দ্র হচ্ছে পুরুষ- কোমল স্বভাব যার। অস্ট্রেলিয়া, জার্মান, ন্যাটিভ আমেরিকা এবং আফ্রিকার আদিবাসী সংস্কৃতিতে পূর্ণ সূর্যগ্রহণকে এভাবেই চিত্রিত করা হয়েছে।
৩. আজ সোমবার সূর্য-চন্দ্র; এই প্রেমিক-প্রেমিকার মিলন ঘটবে, ক্ষণিকের জন্য অলো নিভিয়ে দিয়ে তারা মত্ত হবে ভালোবাসায়। ঈষৎ সম্পাদিত
আপনার মতামত লিখুন :