শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৬ জুন, ২০২২, ১১:২৩ রাত
আপডেট : ১৬ জুন, ২০২২, ১১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজাসেবীরা অনেক বেশি ‘সহমর্মী ও নির্লোভ’, বলছে গবেষণা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: একদল কলেজ শিক্ষার্থীর ওপর গবেষণাটি চালানো হয়। প্রথমে তাদের কিছু মনস্তাত্ত্বিক পরীক্ষা নেন গবেষকরা

আমাদের সমাজে সাধারণত মাদকসেবনকারীদের খারাপ চোখেই দেখা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো ইউনিভার্সিটির এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যারা গাঁজা সেবন করেন, তারা সাধারণত অন্যদের তুলনায় অনেক বেশি সহমর্মী ও নির্লোভ।

গবেষণা প্রকাশের জার্মান ওয়েবসাইট রিসার্চ গেটে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র।

এতে বলা হয়, নিয়মিত নিয়ন্ত্রিত পরিমাণে গাঁজাসেবীদের অন্যদের প্রতি সহমর্মিতা বোধ অনেকখানি বেশি। অন্যরা যাতে ভালো থাকেন তা নিশ্চিত করতে অনেক বেশি সচেষ্ট তারা। পাশাপাশি তাদের অর্থের লোভও কম বলে জানান এই গবেষণা দলের প্রধান জ্যাকব ভিজিল।

একদল কলেজ শিক্ষার্থীর ওপর গবেষণাটি চালানো হয়। প্রথমে তাদের কিছু মনস্তাত্ত্বিক পরীক্ষা নেন গবেষকরা। এরপর তাদের মূত্রের নমুনায় টিএইচসি নামের উপাদানটি রয়েছে কি-না, তা পরীক্ষা করা হয়। এই টিএইচসি গাঁজার মূল সাইকোঅ্যাক্টিভ উপাদান। 

দেখা যায়, যাদের মূত্রে এই উপাদানটির পরিমাণ বেশি, তারা সামাজিকভাবে অনেক বেশি অনুভূতিপ্রবণ। পাশাপাশি যৌক্তিক কারণ ছাড়া কেবলমাত্র টাকার লোভে কোনো কাজ করতেও তারা আগ্রহী নন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পুরো বিষয়টি নিশ্চিত হতে এখনও প্রচুর গবেষণা প্রয়োজন। সে কারণে এখনই এই বিষয়ে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়