মুসবা তিন্নি: [২] চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে বিশ্বের দ্বিতীয় শূকরের হার্ট নিজের শরীরে স্থাপন করেছিলেন মার্কিন নাগরিক লরেন্স ফসেট। অস্ত্রোপচারের ৪০ দিন পর তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। সোমবার (৩০ অক্টোবর) মারা যান লরেন্স ফসেট। সূত্র : সিএনএন
[৩] ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দেহে জেনেটিক্যালি পরীক্ষা-নিরীক্ষা করা শূকরের হার্টটি প্রতিস্থাপিত করা হয়েছিল। ২০ সেপ্টেম্বর অস্ত্রোপচারের পর প্রথম কিছু দিন তিনি সুস্থ থাকলেও কিছুদিন থেকে হার্টের কাজে কিছু সমস্যা দেখা দেয়। অস্ত্রোপচারের পর দেড় মাস বা ছয় সপ্তাহ তিনি সুস্থ থাকলেও সোমবার তিনি মারা যান।
[৪] জানা যায়, অস্ত্রোপচারের পর ফসেটের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়। ফিজিক্যাল থেরাপির পাশাপাশি আনন্দদায়ক সময় কাটাচ্ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে। স্ত্রী অ্যানের সঙ্গে তাসও খেলছিলেন। কিন্তু হঠাৎই তার দেহে প্রতিস্থাপিত শূকরের হার্টটি শরীরের অনান্য অংশে খারাপ নির্দেশ পাঠাতে শুরু করে। চিকিৎসকদের আন্তরিক চেষ্টা সত্ত্বেও তার মৃত্যু হয়। সম্পাদনা: ইকবাল খান
এমটি/আইকে/এনএইচ
আপনার মতামত লিখুন :