শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৫ জুন, ২০২২, ০১:৪৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২২, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুত্রবধূকে নিয়ে উধাও শ্বশুর, শাশুড়ির পুরস্কার ঘোষণা

পুত্রবধূ-শ্বশুর

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আমতলা এলাকায় প্রেমের জেরে পুত্রবধূকে নিয়ে পালিয়ে গেছেন শ্বশুর। এ ঘটনায় শাশুড়ি থানায় অভিযোগ দিয়ে তাদের সন্ধান চেয়ে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। 

শাশুড়ি জানান, ১০ বছর আগে প্রথম স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের এক বছর পর নাজমুল ইসলাম শ্যামলকে তিনি বিয়ে করেন। তবে তার আগের সংসারে রফিকুল ইসলাম ইমন নামে এক পুত্রসন্তান রয়েছে। তাদের বিয়ের চার বছর পর ছেলেকে ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকায় বিয়ে দেন। বিয়ের পর তারা সবাই একই বাড়িতে বসবাস করছিলেন। এরই মধ্যে ছেলের বউয়ের সঙ্গে শ্যামলের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে তাদের চাপের মধ্যে রাখার পর প্রেমের টানে ঘর ছাড়ে তারা।

শাশুড়ির দাবি, গত ১১ মে ঘরে থাকা সাড়ে ৯ লাখ টাকা ও ছেলের জমানো নগদ পঞ্চাশ হাজার টাকা এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান তারা। আত্মীয়-স্বজনদের বাড়িতে ও বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের পাওয়া যায়নি।

এ ঘটনায় শাশুড়ি ও স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগের পরে শ্বশুর-পুত্রবধূর সন্ধান চেয়ে শাশুড়ি নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ছবি শেয়ার করে নগদ ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রিজাউল হক বলেন, পরকীয়ার টানে ছেলের বউকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় শাশুড়ি ও স্বামী বাদী হয়ে দুটি পৃথক অভিযোগ করেছেন। বিষয়টি বেশ চাঞ্চল্যকর। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়