শিরোনাম
◈ তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর যা জানালো ◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২, ০১:০২ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২২, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোর ধরতে লাগানো সেই সিসিটিভিই চুরি!

ডেস্ক রিপোর্ট : চোর ধরতে দোকানে সিসিটিভি বসিয়েছিলেন। নিশ্চিত ছিলেন, দোকানে চুরির ঘটনা শেষ হবে এ বার। কিন্তু সেই সিসিটিভিই নিয়ে গেল! একটি, দু’টি নয়, একে বারে ১৩টি সিসিটিভি এ ভাবে চুরি যাওয়ার পর অবশেষে ধরা দিলেন তিনি। একটি সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে দেখা গেল তার বদন। যা দেখে মাথায় হাত কন্যাকুমারীর ব্যবসায়ীর। কাকে অভিযোগ করবেন, বুঝে উঠতে পারছেন না।

তামিলনাড়ুর কন্যাকুমারীতে প্লাইউডের ব্যবসা তার। কিন্তু দোকানে মাঝেমাঝেই চুরির ঘটনা ঘটছে। চোর ধরতে দোকানে বসিয়েছিলেন সিসিটিভি। কিন্তু আচমকা দোকানে বসানো সিসিটিভিই চুরি যাওয়া শুরু হল।

একে একে ১৩টি সিসিটিভি চুরি যাওয়ার পর ধরা পড়ে চোর। একটি সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে দেখা যায় একটি বাঁদর তা চুরি করছে! দেখে হতবাক প্লাইউড ব্যবসায়ী বুঝে উঠতে পারছেন না, পুলিশ না বনদফতর। ঠিক কাকে অভিযোগ জানাবেন তিনি।

বাঁদরের বাঁদরামো ভারতে নতুন কোনও ঘটনা নয়। বন, জঙ্গলের পাশাপাশি মানুষের বাসস্থানের আশপাশেও নিত্য তাদের আনাগোনা, ঘোরাফেরা।

অনেক সময়ই মানুষকে আক্রমণের ঘটনার কথাও শোনা গিয়েছে। খাবারদাবার চুরিতেও নাম জড়িয়েছে বার বার।

কিন্তু চোর ধরতে দোকানে বসানো সিসিটিভিই চুরিতে জড়িয়ে পড়ে বাঁদরকুল যেন নিজেকেই ছাপিয়ে গিয়েছে। কন্যাকুমারীর ঘটনা তারই হাতেগরম প্রমাণ। ইন্ডিয়া টুডে।


এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়