শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২, ১০:৪০ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২২, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৬ কোটি টাকায় বিক্রি হচ্ছে গ্রাম!

ডেস্ক রিপোর্ট : ২৬ কোটি টাকায় বিক্রি হচ্ছে গ্রাম ওয়েবসাইটে গোটা একটি গ্রাম বিক্রির ঘোষণা এলো। দাম ২৬ কোটি টাকা। এ পরিমাণ অর্থ যে খরচ করবে সেই গ্রামটি তার হবে। ওয়েবসাইটে গ্রামের মালিক লিখেছেন, আমি শহরে থাকি। গ্রামটি দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এটা বিক্রি করতে হচ্ছে। কেনার ক্ষমতা থাক বা না থাক গোটা একটি গ্রাম কেন বেচে দেওয়া হচ্ছে সে কৌতূহল কার নেই!

জবাবটা কৌতূহল আরও বাড়িয়ে দেবে। বাসিন্দাদের অভাবে বিক্রি হয়ে যাচ্ছে গ্রামটি।   ইউরোপের দেশ স্পেনের উত্তর-পশ্চিমে অবস্থিত এই গ্রাম। এর নাম সালতো দে কাস্ত্রো। মাদ্রিদ থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বে পর্তুগাল সীমান্তে জামোড়া প্রদেশে গেলেই দেখতে পাওয়া যাবে সালতো দে কাস্ত্রো। 

মূলত গ্রাম না বলে ছোট্ট শহর বললে ভুল হবে না।  সেখানে ছোট ছোট অনেক ভবন আছে।  ৪৪টি বাড়ি, একটি হোটেল, একটি গির্জা, একটি স্কুল, একটি সুইমিং পুল এমনকি সিভিল গার্ডের জন্য জায়গাও আছে সেখানে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, বড় শহরমুখী প্রবণতায় গ্রামটির বাসিন্দারা অন্যত্র চলে যাচ্ছে। তিন দশকের বেশি আগেই বাসিন্দাদের বেশিরভাগই চলে গেছেন এই গ্রাম ছেড়ে।

এখন পরিত্যাক্ত গ্রামটি চাইলে বিশ্বের যে কেউ এসে কিনতে পারবেন। এজন্য গ্রামটির মালিকানা সংস্থা রয়্যাল ইনভেস্টকে দিতে হবে বাংলাদেশি মূদ্রায় ২৬ কোটি টাকা।

রয়্যাল ইনভেস্টের কর্মকর্তা রনি রদ্রিগেজ বলেছেন, ২০০০ সালের শুরুর দিকে সালতো দে কাস্ত্রো গ্রাম কিনে নেন এক ব্যক্তি। এখানে একটি হোটেল করার স্বপ্ন ছিল। কিন্তু এটি হয়নি। তিনি এখনও প্রকল্পটি বাস্তবায়ন করতে চান।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়