শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২, ০৩:৩০ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২২, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তঃসত্ত্বা মমি ‘দ্য মিসটেরিয়াস লেডির মুখাবয়ব তৈরী করলেন বিজ্ঞানীরা

অন্তঃসত্ত্বা নারীর মমি

খালিদ আহমেদ: বিশ্বের প্রথম অন্তঃসত্ত্বা নারীর মমি। মিশরে এখন থেকে ২০০০ বছর আগে মারা যাওয়া ওই নারীর মৃতদেহকে মমি করা হয়েছিল। তার মৃতদেহ উদ্ধার করেছেন বিজ্ঞানীরা। ওই মৃতদেহকে স্ক্যান করে তারা দেখতে পেয়েছেন মারা যাওয়ার সময় তিনি ছিলেন ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এই নারীর নাম দেয়া হয়েছে ‘দ্য মিসটেরিয়াস লেডি’। তার মমি উদ্ধার করার পরে ১৮২৬ সালের ডিসেম্বরে নিয়ে যাওয়া হয় পোল্যান্ডের ওয়ারস’তে।  মেইল অন লাইন

গত বছর ইউনিভার্সিটি অব ওয়ারস-এর নেতৃত্বাধীন গবেষকরা তার দেহ স্ক্যান করেন। তাতেই ধরা পড়ে তার গর্ভে মানবসন্তানের অস্তিত্ব। ডিমকে জমাট বাঁধানোর পর যেমন দেখায়, অনেকটা তেমনি দলা পাকিয়ে আছে ওই সন্তান। ধারণা করা হয় এই নারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এরপর ফরেনসিক বিশেষজ্ঞরা ওই নারীর কংকাল এবং কোমল টিস্যু ব্যবহার করে তার মুখাবয়ব সৃষ্টি করেছেন। এর মধ্য দিয়ে দেখা হয়েছে, তিনি দেখতে কেমন ছিলেন।

ইতালিয়ান ফরেনসিক নৃবিজ্ঞানী এবং ওয়ারস মমি প্রজেক্টের সদস্য চ্যান্তাল মিলানি বলেন, হাড় ও কংকাল বিশেষ করে একজন মানুষের মুখাবয়ব কেমন সে সম্পর্কে পর্যাপ্ত তথ্য দেয়। তবে যে মুখাবয়ব সৃষ্টি করা হয়েছে, তা ওই নারীর প্রকৃত পোর্ট্রটে হিসেবে বিবেচনা করা যাবে না। এর মধ্য দিয়ে মিলিয়ে দেখা হচ্ছে তিনি দেখতে কেমন ছিলেন। তার মুখ কেমন ছিল। হাড়ের যে অবকাঠামো মুখাবয়ব গঠন করেছে তা ভিন্ন ভিন্ন এনাটমিক নিয়ম অনুসরণ করে। 

দ্য মিসটেরিয়াস লেডি নামের এই মমিটির সন্ধান মেলে আপার ইজিপ্টের থিবিসে রাজকীয় সমাধিক্ষেত্রে। এটি থিবিয়ান সম্প্রদায়ের সমাধিক্ষেত্র বলে মনে করা হয়। ১৮০০ শতকের প্রথমদিকে উদ্ধার করা হয় তাকে। মনে করা হয় এই মমি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর। ওই সময় থিবিয়াসের রানী ছিলেন ক্লিওপেট্টা। তিনি তখন সেখানে সক্রিয় ছিলেন। মমিটি উদ্ধার করা পর তা মিশরের বাইরে পোল্যান্ডের ওয়ারসতে নিয়ে যাওয়া হয়। এতে দেখা যায় তার গর্ভে থাকা সন্তানকে অত্যন্ত যত্ন করে তন্তু দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে।

কেএ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়