শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২২, ১১:৫৫ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২২, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দরজায় গোলাপি রঙ, ২০ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট : স্কটল্যান্ডের এডিনবরায় এক নারীকে ২০ হাজার পাউন্ড জরিমানার হুঁশিয়ারি দেওয়া হল। টাকার হিসাবে যা প্রায় ২০ লাখ টাকা। জানা গেছে, ওই নারী তার দরজায় যে গোলাপি রঙ করেছেন, তা অবিলম্বে বদলাতেই হবে। অন্যথায় তাকে দিতে হবে ওই বিপুল পরিমাণ জরিমানা।

৪৮ বছর বয়সী ওই নারীর নাম মিরান্ডা ডিকসন। তিনি এডিনবরার নিউ টাউন এলাকায় থাকেন। গত বছর বাড়ির মূল দরজায় গোলাপি রঙ করিয়েছিলেন তিনি। কিন্তু এই রঙ পসন্দ নয় সিটি কাউন্সিলের।

তারা জানিয়েছে, ওই রঙ চলবে না। পরিবর্তে করতে হবে সাদা রঙ। স্বাভাবিক ভাবেই এমন নির্দেশে চটেছেন মিরান্ডা। তার পালটা অভিযোগ, এই হুঁশিয়ারি উদ্দেশ্যপ্রণোদিত। তার মতে, একদমই ‘ক্ষুদ্র’ মানসিকতার পরিচয় এটা।

২০১৯ সালে এই বাড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তিনি। তারপরই ২ বছর ধরে সেটির সংস্কার করেন। একদম শেষে মূল দরজাটি রঙ করানোর সিদ্ধান্ত নেন তিনি।

এই রঙটি নিয়ে তিনি রীতিমতো গর্বিত। ব্রিস্টল, নটিং হিলের মতো জায়গায় এমন উজ্জ্বল রঙের দরজা খুবই সাধারণ। তিনি বাড়ি ফেরার সময় এই দরজাটি দেখলে আনন্দিত হন।

তবে দরজাটি নিয়ে ইতিমধ্যেই হইহই পড়ে গেছে। অনেককেই দেখা গেছে ওই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলতে। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় কর্তৃপক্ষ। মিরান্ডার দাবি, আশপাশের বাড়িতেও উজ্জ্বল রং রয়েছে।

যার মধ্যে লালও রয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জেতে? দুইপক্ষই নিজেদের দাবিতে অনড়।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়