শিরোনাম
◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২, ০৯:২৫ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২২, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের বিরুদ্ধে লজেন্স চুরির ‘গুরুতর’ অভিযোগ জানাতে থানায় শিশু

মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে শিশু

হ্যাপী আক্তার: শিশু বয়সে সন্তানের এসব মিষ্টি অভিযোগ মেনেও নেন মায়েরা। তাই বলে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় যায় শিশু। পুলিশ ফাঁড়ির বাইরে বসে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র লিখছে ওই শিশুটি। কাগজে ফুটে উঠছে তার কাঁচা হাতের লেখা। খুদের কাণ্ডকারখানা ইতোমধ্যেই ভাইরাল।

মায়ের বিরুদ্ধে লজেন্স চুরির অভিযোগে ৩ বছরের এক শিশুর থানায় হাজির হওয়ার ঘটনায় হতবাক সোশ্যাল মিডিয়া। আর এ ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরে। সেখানে পুলিশ ফাঁড়িতে গিয়ে এ ‘গুরুতর’ অভিযোগ জানায় শিশুটি।

ভারতের শীর্ষ সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এর তথ্য মতে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, থানায় একটি কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগ লিখছে সে। হাসি মুখে একজন নারী পুলিশ কর্মী তাকে সাহায্যও করছেন। কাগজে অপরিপক্ক হাতের লেখা ফুটে উঠেছে তার। অভিযোগ জানাতে থানায় বাবার সাথেই উপস্থিত হয় এই শিশু।

শিশুটির বাবা জানান, চোখে কাজল পরিয়ে দেয়ার সময় মায়ের বিরুদ্ধে থানায় যাওয়ার বায়না ধরেছিল তার ছেলে। পরে তার মন রাখতে ছেলেকে সাথে নিয়ে থানায় আসেন তিনি। অবশ্য থানায় আসার আগে ছেলেকে আদরও করেছেন মা।

থানার নারী পুলিশ কর্মী এ বিষয়ে খুব যত্নসহকারে সাহায্য করেছেন শিশুটিকে। একটি সাদা কাগজ এনে প্রকৃতপক্ষে মামলা নেয়ার অভিনয়ও করেন তিনি। পরে অবশ্য শিশুটিকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তবে শিশুর এ কাণ্ড দেখে হাসির রোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়