শিরোনাম
◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে !

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২, ০১:০১ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২২, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজা খেয়ে বেহুঁশ ইঁদুর!

ডেস্ক রিপোর্ট : জীবনে প্রথমবার গাঁজা খেয়ে অনেকে মানুষই দিশা হারিয়েছেন। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েছেন বলেও শোনা যায়। তবে এসবই মানুষের জীবনের গল্প। এবার এক ইঁদুরের প্রথমবারের মতো গাঁজা খাওয়ার কথা শোনা গেল। ইঁদুর বেচারির অভিজ্ঞতাও খুব একটা সুখকর নয়।

কানাডার নিউ ব্রুন্সউইকের বাসিন্দা কলিন সুলিভানের বাড়িতে ইঁদুরের গাঁজা খাওয়ার ঘটনাটি ঘটে। কানাডার ওই অঞ্চলে নির্দিষ্ট পরিমাণ গাঁজা গাছের চাষ যেকোনো বাসিন্দাই নিজের বাড়ির বাগান অথবা টবে করতে পারেন।

সুলিভানও নিয়ম মেনেই নিজের জন্য বাড়িতে গাঁজার গাছ পুঁতেছেন। মজার বিষয় হলো, সুলিভান দু'দিন ধরেই লক্ষ্য করছিলেন একটা ইঁদুর এসে গাঁজা গাছের পাতা ঠুকরে খেয়ে বেহুঁশ হয়ে পড়ছে।

ইঁদুরের এই গাঁজা খেয়ে বেহুঁশ হয়ে পড়ার বেশ কিছু ছবিও শেয়ার করেছেন কলিন সুলিভান। ছবিগুলোয় দেখা যাচ্ছে, ইঁদুরটির একটি খাঁচায় গাঁজা পাতার জঞ্জালে চিৎ হয়ে পড়ে থাকা-সহ ঠুকরে ঠুকরে গাঁজা পাতা খাওয়ার দৃশ্য। সুলিভান ছবিগুলো ফেসবুকে ছেড়ে দিয়েছেন!

ছবিগুলোতে দেখা যাচ্ছে গাঁজা পাতা চিবিয়ে ইঁদুরটি চিৎ হয়ে বেহুঁশ ভাবে পড়ে আছে।

আরও একটি শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, সুলিভানের পুঁচকে সঙ্গীর গাঁজা পাতা খেয়ে ভালোরকমের নেশা হয়ে যাওয়ার দৃশ্য। ইঁদুরটি যে সেই সময় অন্য জগতে বিচরণ করছিল তা ছবিটিতে বেশ স্পষ্ট।

ছবিগুলি শেয়ার করে সুলিভান জানিয়েছেন, প্রতিদিন ইঁদুরটি ১টি করে মাঝারি সাইজের গাঁজার পাতা বেশ ভালোই খাচ্ছিল।

গাঁজা পাতার সঙ্গে ইঁদুরটি নাকি গাছের কাণ্ড এবং বীজও ঠুকরেছে। এরপরেই সেটার অবস্থা কাহিল হয়ে পড়ে।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়