শিরোনাম
◈ ‘আপার এতিম সন্তানদের পুলিশের হাতে তুলে দিন’ ◈ ‘যদি বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব’, বললেন রুমিন ফারহানা ◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার ◈ প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে : জেপি নাড্ডা ◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২২, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২২, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও বিলাসী ব্রুনাই সুলতানের ১০ অজানা তথ্য

ব্রুনাইয়ের সুলতান

ডেস্ক নিউজ : শনিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশটির রাজকীয় পরিবারের সদস্য, মন্ত্রী এবং ব্রুনাই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তবে জানেন কী? বিশ্বের সবচেয়ে ধনী ও বিলাসী সুলতান হিসেবে সুপরিচিত ব্রুনাইয়ের সুলতান। তার এই বিলাসী জীবনের গল্প নিয়ে মানুষের যেন আগ্রহের শেষ নেই। ব্রুনাই সুলতানের বিলাসী জীবনের ১০ অজানা তথ্য পাঠকের জন্য তুলে ধরা হলো।

১. ব্রুনাইয়ের সুলতানের সম্পদের পরিমাণ প্রায় ২৮ বিলিয়ন মার্কিন ডলার। তেল সম্পদ থেকে তিনি প্রচুর অর্থ আয় করেন তিনি।

২. সুলতানের প্রতি মাসে চুল কাটতে ব্যয় হয় ১৭ লাখ টাকা। প্রতি মাসে একবার লন্ডন থেকে নাপিত ব্রুনাই গিয়ে তার চুল কেটে আসেন।

৩. সুলতানের গাড়ির সংখ্যা সাত হাজার। এর মধ্যে প্রায় ৫০০ রোলস রয়েস গাড়ি রয়েছে। বিলাসবহুল কয়েকশ ফেরারি গাড়িও আছে তার।

৪. ব্রনাই সুলতানের নিজস্ব জেট ও বোয়িং বিমান রয়েছে। কোনো দেশ সফরে গেলে তিনি নিজস্ব বিমান ব্যবহার করে থাকেন।

৫. সুলতানের রাজপ্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান প্যালেস। এখানে ১৭ হাজার রুম, ২৫৭টি বাথরুম, পাঁচটি সুইমিং পুল, ১১০টি গ্যারেজ আছে। ১.৪ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ এটি।

৬. প্রতি সেকেন্ডে ব্রুনাইয়ের সুলতানের আয় ১০০ মার্কিন ডলার। তেল সম্পদ ও বিনিয়োগ থেকেই তার এ আয়।

৭. পাবলো পিকাসো ও পিয়ের-অগস্ত্য রেনোয়াঁর অরজিনাল শিল্পকর্ম সংগ্রহে রয়েছে সুলতানের।

৮. সুলতান হিসেবে ব্রুনাইয়ে তিনি খুব জনপ্রিয়। সে দেশের কোনো নাগরিককে ট্যাক্স দিতে হয় না বলেই তার এ জনপ্রিয়তা।

৯. ১৯৬৭ সাল থেকে প্রায় ৫৫ বছর ব্রুনাই শাসন করে আসছেন সুলতান হাসানাল বলকিয়াহ। রানি দ্বিতীয় এলিজাবেথের পর তিনিই দীর্ঘদিন ধরে কোনো একটি দেশের সিংহাসনে রয়েছেন।

১০. সুলতান গান শুনতে পছন্দ করেন। ১৯৯৬ সালে তার ৫০তম জন্মদিন উপলক্ষে ব্রুনাইয়ে মাইকেল জ্যাকসনের কনসার্ট আয়োজন করেন। এজন্য মাইকেল জ্যাকসনকে তিনি দিয়েছিলেন ১৭ মিলিয়ন মার্কিন ডলার। সম্পাদনা: আল-আমিন শিবলী

বিএন/এএস/এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়