শিরোনাম
◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও)

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২২, ০৭:১০ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২২, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতির ফুচকা খাওয়ার ভিডিও ভাইরাল

ফুচকা খাচ্ছে হাতি

হ্যাপী আক্তার: বাংলাদেশ ও ভারতের শহরাঞ্চলে প্রায় সর্বত্রই ফুচকার প্রচলন রয়েছে। অঞ্চলভেদে এটি ফুচকা বা পানিপুরি নামে পরিচিত। পথের ধারে ফুচকার দোকান। সেখানে ফুচকা খেতে ভিড় জমেছে মানুষের। ব্যস্ত দোকানি ক্রেতার চাপ সামলাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন। এর মধ্যে হঠাৎ সেখানে হাজির এক মস্ত হাতি। সেও নাকি ফুচকা খেতে চায়। অবাক করার বিষয় হলেও দোকানি ফুচকা বানিয়ে হাতির মুখে তুলে দেন। মনভরে গজরাজ খাচ্ছে টক-ঝাল ফুচকা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আনন্দবাজার

হাতির ফুচকা খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই অবাক হয়েছেন। অবাক লাগলেও এমনটাই হয়েছে ভারতের অসম রাজ্যের শোণিতপুর জেলার প্রধান ও প্রশাসনিক শহর তেজপুরে। যদিও হাতিটি জঙ্গলের নয়। পোষা হাতি। হাতিকে সঙ্গে নিয়ে মাহুত সাফারিতে বেরিয়েছিল। সাফারি থেকে ফেরার সময় রাস্তায় ফুচকা বিক্রি হতে দেখে দাঁড়িয়ে পড়ে হাতি বাবাজি। কিছুতেই তাকে নড়ানো যাচ্ছিল না। কাউকে পাত্তা না দিয়ে সোজা ফুচকা ওয়ালার কাছে গিয়ে শুঁড় পেতে দাঁড়ায় হাতি। ফুচকা খাবে সে। দেখুন ভিডিও

সমাজিক মাধ্যমে এ ঘটনার ছোট ছোট কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই ফুচকার দোকানের পাশে দাঁড়িয়ে পড়ে হাতিটি। ফুচকাওয়ালা একটি করে ফুচকা বানিয়ে তুলে ধরছেন হাতির শুঁড়ের কাছে। হাতিটি সেই ফুচকা গপগপ করে মুখে তুলছে। এভাবে একের পর এক ফুচকা খেয়ে ফেলছে। ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই কমেন্টের ঝড় বইতে শুরু করেছে। 

এবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়