শিরোনাম
◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২, ০৩:৪৬ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২২, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর চোখ থেকে বের করা হলো ২৩ কন্টাক্ট লেন্স! (ভিডিও)

চোখ থেকে বের করা হয় ২৩টি কন্টাক্ট লেন্স!

ডেস্ক রিপোর্ট: বর্তমানে চোখে বিভিন্ন কালারের কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকেন নারী-পুরুষ সবাই। যদিও নারীরা এক্ষেত্রে এগিয়ে আছেন। কনের সাজ থেকে শুরু করে ঘরোয়া সাজেও আজকাল সবাই কন্টাক্ট লেন্স পরে চোখের সৌন্দর্য বাড়াচ্ছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একজন চক্ষু বিশেষজ্ঞ সম্প্রতি একজন রোগীর চোখ থেকে ২৩টি কন্টাক্ট লেন্স বের করার একটি ভিডিও পোস্ট করেছেন ইন্টারনেটে। ভিডিওটি সবাইকে চমকে দিয়েছে। ভিডিওটির ভিউ হয়েছে ২৩ মিলিয়ন। মজার বিষয় হলো চোখে কন্টাক্ট লেন্স পড়ে ভুলে গিয়েছিলেন এই নারী। দ্য সান

কেউ চোখের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করেন কন্টাক্ট লেন্স; কেউ আবার চোখের সমস্যায় ব্যবহার করেন। তবে যে কারণেই লেন্স ব্যবহার করুন না কেন ভুল উপায়ে এবং মানহীন লেন্স ব্যবহারের কারণে চোখ হতে পারে অন্ধ। তাই লেন্স পরার আগে বিশেষ শতর্ক থাকতে হবে। 

খুবই অবাক করা বিষয় হলেও আসলে কী ঘটেছিল? 
ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের একজন চোখের ডাক্তার ক্যাটেরিনা কুর্টিভা। গত মাসে  নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় অতি যত্ন সহকারে রোগীর চোখ থেকে একের পর এক কন্টাক্ট লেন্স অপসারণ করছেন তিনি। একে একে ২৩টি লেন্স বের করেছেন বলে তার দাবি।

শুধু কয়েক দিন নয়। কয়েক মাস বা এক বছর ধরে তিনি চোখে কন্টাক্ট লেন্স পড়েছেন কিন্তু ভুলে গেছেন। একের পর এক পরেও গেছেন। কান্ডটি ঘটিয়েছেন একজন বয়স্ক নারী। ভিডিওটি দেখে সবাই খুব অবাক হয়ে মন্তব্য করেছেন, ‘কিভাবে একজন মানুষ কন্টাক্ট লেন্স পরে ভুলে যেতে পারে?’

ভিডিওর শিরোনামে লেখা ছিল ‘কন্টাক্ট লেন্স পরে ঘুমিয়ে পড়বেন না’।

ওই বৃদ্ধ নারীর চোখে লেন্সগুলো থাকতে থাকতে সবুজ রং ধারন করেছিল। ডাক্তার খুব সাবধানে চোখের ভিতর থেকে লেন্সগুলো বের করে আনেন। ডাক্তার ক্যাটেরিনা কুর্টিভা জানান তার এই বয়স্ক রোগী লেন্স পরে ভুলে যেতেন। রাতে ঘুমিয়েও পড়তেন। পরদিন আবার নতুন করে কন্টক্ট লেন্স পড়তেন। কন্টক্ট লেন্সগুলো চোখের পিছনে অর্থাৎ ভিতরের দিকে জড় হয়ে ছিল।  চোখের ব্যাথা ওঠায় তিনি ডাক্তারের শরণাপন্ন হন।  

ভিডিও দেখতে ক্লিক করুন

এস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়