অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের কোটার একটি হোস্টেলের সিলিং ফ্যানের নীচে লোহার বেড়া দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার (৯ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, সিলিংয়ে ফ্যানটি ঝুলছে। আর সেটির নিচে লোহার বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে।
এদিকে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।তারা বলছেন, আত্মহত্যা রোধ করতে এমনটা করা হয়েছে। তবে আরেকপক্ষের মত, ফ্যান যাতে ভেঙ্গে না পড়ে সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে। তবে এই যুক্তির ভিন্নমত প্রকাশ করেছেন অনেকেই। তাদের মতে এই লোহার বেড়াতেও তো আত্মহত্যা করা যেতে পারে।
আবার অনেকেই হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন। তারা বলছেন, সিলিং ফ্যানে আত্মহত্যা ঠেকানোর পন্থা যদি এটি হয়, তা হলে এর থেকে খারাপ সমাধান আর কিছু হতে পারে না।
এই ছবিকে ঘিরে নানা রকম মত, যুক্তির উত্থাপন হলেও, আসল কারণ কী, তা সঠিক জানা যায়নি।
এমএএস
আপনার মতামত লিখুন :