শিরোনাম

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২২, ০৩:৫৪ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২২, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে দামি ভেড়া, দাম ২ কোটি টাকা

ভেড়া

নিউজ ডেস্ক: একটি ভেড়া বিক্রি হলো দু’কোটি টাকায়। সেই সাথে এই বছর বিশ্বের সবচেয়ে দামি ভেড়ার খেতাবও জিতে নিয়েছে প্রাণীটি। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। ভেড়াটি কিনেছে ‘এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট’। নিউইয়র্ক পেস্ট

ঘটনাটি পুরো অস্ট্রেলিয়ায় চাঞ্চল্য তৈরি করেছে। ভেড়া বিক্রেতা গ্রাহাম গিলমোর জানিয়েছেন, তার ভেড়ার দাম কোটি টাকা ছাড়াবে তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তিনি যে ভেড়াটি বিক্রি করেছেন সেটি একটি বিশেষ প্রজাতির ভেড়া। এদের গা খুব বেশি লোমশ হয় না। শুধু মাংসের জন্যই এই ভেড়া প্রতিপালন করা হয়। খুব দ্রুত বড় হয় এই ভেড়া।

অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংস এবং পশমের চাহিদা বিপুল। বিশেষ করে মাংসের জন্য সাদা ভেড়ার চাহিদা দিন দিন বাড়ছে। আর সেইসঙ্গে দাম বাড়তে শুরু করেছে এই ভেড়ার।

এএস/এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়