শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:০১ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশ দিয়ে দেশের সবচেয়ে বড় নৌকা বানালেন সাইকেল মেকানিক 

বাঁশ দিয়ে নৌকা বানালেন সাইকেল মেকানিক 

আল আমিন: মানিকগঞ্জে বাঁশ দিয়ে বিশালাকৃতির একটি নৌকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুস সাত্তার নামে এক সাইকেল মেকানিক। দীর্ঘ ৬৫ হাত লম্বা নৌকাটি একনজর দেখতে প্রতিদিন তার বাড়ীতে ভিড় করছেন দূর-দূরান্তের মানুষ। দাবি করা হচ্ছে, এটিই দেশের সবচেয়ে বড় বাঁশের নৌকা। ডেইলি-বাংলাদেশ 

আব্দুস সাত্তারের বাড়ি সিংগাইর উপজেলার ছোট কালিয়াকৈর গ্রামে। তার বাবার নাম মো. নাজিমুদ্দিন। স্থানীয়রা জানান, পেশায় সাইকেল মেকানিক হলেও ছোটবেলা থেকেই ব্যতিক্রম কিছু করার অভ্যাস সাত্তারের। গত বছর নিজে চলাচলের জন্য বাঁশ দিয়ে ছোট নৌকা তৈরি করেছিলেন। এর আগে বিশাল ঘুড়ি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির পাশে একটি বাগানের ভেতর সাত্তার ও তার বন্ধু লুৎফর বাঁশের নৌকা তৈরির কাজে ব্যস্ত। কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে তাদের এ কাজ দেখছেন। এর মধ্যে পাশের গ্রাম থেকে দুই ব্যক্তি এলেন ব্যতিক্রমী এই নৌকা দেখতে।

নৌকার কারিগর আব্দুস সাত্তার বলেন, ছোটবেলা থেকেই শখ ছিল নিজের একটি বাইচের নৌকা থাকবে। সেই নৌকায় বিভিন্ন জায়গায় বাইচে অংশ নেবেন। কিন্তু কাঠ দিয়ে নৌকা তৈরিতে অনেক টাকা লাগে। এত টাকা দিয়ে নৌকা তৈরি করার মতো তার সামর্থ্য নাই। তাই গতবছর বাঁশ দিয়ে ছোট একটি নৌকা তৈরি করেছিলেন। কাঠের নৌকার সঙ্গে পাল্লা দিয়ে বাঁশের নৌকা চালিয়েছেন তিনি। তখন থেকেই পরিকল্পনা শখ পূরণ করতে বাঁশ দিয়ে বাইচের নৌকা তৈরি করবেন। যেমন কথা তেমন কাজ। বন্ধু লুৎফর রহমানকে ইচ্ছার কথা জানালে তিনিও রাজি হয়ে যান। দুটি বাইসাইকেল বিক্রি করে এবং জমানো কিছু টাকা দিয়ে শুরু হয় নৌকা তৈরির কাজ।

সাত্তারের এই উদ্যোগকে প্রথমে পাগলামি মনে করতেন এলাকাবাসী। কিন্তু এখন সবাই প্রশংসা করছেন। সাত্তারের বন্ধু লুৎফর রহমান বলেন, বাঁশ দিয়ে তৈরি বাইচের নৌকা দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করে। এটি নিয়ে মানুষের অনেক আগ্রহ। নৌকাটি দেখে যখন সবাই প্রশংসা করে, তখন মনে হয় দুই বন্ধুর পরিশ্রম স্বার্থক হয়েছে। তিনি আরো বলেন, মাঝি মাল্লা নিয়ে ৪০ জন মানুষ এই নৌকায় বাইচ দিতে পারবেন। এটি কাঠের নৌকার চেয়ে দ্রæতগতিতে চলবে।

আরেকজন বলেন, সাত্তার আমাদের এলাকার গর্ব। বাঁশ দিয়ে বাইচের নৌকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্বের আর কোথাও এ ধরনের নৌকা আছে বলে আমার জানা নেই। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নৌকাটি স্থানীয় বরুন্ডি ঘাটে কালীগঙ্গা নদীতে ভাসানো হয়। এরপর বিভিন্ন বাইচ প্রতিযোগিতায় অংশ নেবে দেশের প্রথম বাঁশের তৈরি এই বাইচের নৌকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়