শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২, ১০:৪৭ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২২, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে ৬ পা ও ৮ দুধের বাঁটের বাছুর!  

বকনা বাছুর

ডেস্ক রিপোর্ট : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ছয় পা, আটটি দুধের বাঁট, দুটি প্রস্রাবের রাস্তা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। এই বাছুরটি দেখতে কৌতুহলী মানুষ ভিড় জমাচ্ছেন বড়াইগ্রাম গ্রামের দুলাল হোসেনের বাড়িতে। শুক্রবার (১২ আগস্ট) সকালে আলাপকালে গরুর মালিক দুলাল হোসেন জানান, বুধবার (১০ আগস্ট) বিকেলে এই বাছুরটির জন্ম হয়। রাইজিংবিডি

দুলাল হোসেন জানান, তিনি পাঁচ বছর যাবৎ একটি গাভি লালন পালন করছেন। বুধবার সামনে চারটি পা এবং পেছনের আরও দুটি পা নিয়ে গাভিটি বাচ্চা জন্ম দেয়। এ ছাড়া বাছুরটির আটটি দুধের বাঁট, দুটি প্রস্রাবের রাস্তা রয়েছে। তিনি বলেন, শারীরিক আরও কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। তখন বাছুরটি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে কিছু প্রাথমিক চিকিৎসা দেন। বাছুরটি সুস্থ থাকলে অপারেশনের মাধ্যমে অন্য পাগুলো অপসারণ করা যেতে পারে বলে জানান চিকিৎসক।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, আমি বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়