শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২২, ০১:১০ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২২, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল প্রজাতির কালো ঘোড়া, দাম ২৩ লক্ষ টাকা, কেনার পর গোসল করাতেই হয়ে গেল বাদামি

অনলাইন ডেস্ক: মারোয়ারি নামের বিরল প্রজাতির কালো ঘোড়া কেনার ইচ্ছে ছিল পাঞ্জাবের ব্যবসায়ীর। তা কিনতে গিয়েই বিপত্তি। 

সব ঘোড়ার দাম এক নয়। বিরল প্রজাতির ঘোড়ার দাম লক্ষ লক্ষ টাকা হতেই পারে। যেমন বিরল প্রজাতির কুচকুচে কালো ঘোড়া। এমনই একটি ঘোড়া কিনেছিলেন পাঞ্জাবের রমেশ কুমার। ঘোড়া-প্রেমী মানুষটি এ জন্য ব্যয় করেছিলেন ২৩ লক্ষ টাকা।

একদম কুচকুচে কালো ঘোড়ার সন্ধান চালাতে গিয়ে রমেশ কুমারের সঙ্গে আলাপ হয় তিন ঘোড়া ব্যবসায়ীর। রমেশের পছন্দের ঘোড়া তাঁকে জোগাড় করে দেওয়া যাবে বলে জানান ওই তিন জন। সেই মতো ঘোড়া নিয়ে হাজির হন জিতেন্দ্র পাল সিংহ সেখোঁ, লখিন্দর সিংহ এবং লাচরা খান নামের ওই তিন ব্যবসায়ী।

দাম শুনেও পিছিয়ে আসেননি রমেশ। ২৩ লক্ষ টাকা দিয়ে কিনে নেন সেই ঘোড়া। এর কয়েক দিন পরেই ধাক্কা। ঘোড়াকে স্নান করাতে যান রমেশ। রগড়ে স্নান করাতে গিয়ে দেখেন, ঘোড়ার গা থেকে কালো রং উঠছে। প্রথমে ভেবেছিলেন, হয়তো ঘোড়ার গায়ে ময়লা পড়েছে। কিন্তু তার পরেই ভুল টের পান। যত জল ঢালেন, ততই উঠতে থাকে রং। এক সময়ে ঘোড়ার গায়ের রং বাদামি হয়ে যায়। রমেশ বুঝতে পারেন, তাঁকে জবরদস্ত ঠকানো হয়েছে।

এর পরেই পুলিশের দ্বারস্থ হন রমেশ। তিন ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়