শিরোনাম
◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও) ◈ ট্রাম্পের ফেস্টুন হাতে গ্রেপ্তার, পুলিশ বলছে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের অপচেষ্টা' ◈ ড. ইউনূস, নাহিদ, আসিফ নজরুল, হাসনাত ও সারজিসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ ◈ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী ◈ অন্তর্বর্তী সরকার গঠনে ত্রুটি থাকলে প্রশ্ন তোলা যাবে না ◈ আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই : ভিপি নূর (ভিডিও)

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২২, ১১:৪২ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২২, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের উপহার হিসেবে দেওয়া হচ্ছে লেবু

লেবু

ওয়ালিউল্লাহ সিরাজ: লেবু একটি জনপ্রিয় খাবার। বাংলাদেশে হরহামেশাই খাবারের সঙ্গে ব্যবহৃত হয় লেবু। এ ছাড়াও গ্রীষ্মের প্রচণ্ড রোদে এক গ্রাস লেবুর শরবত হৃদয় জুড়িয়ে দেয়। গরম থেকে একটু স্বস্তির জন্য মানুষ অনেক বেশি লেবুর শরবত খেয়ে থাকেন। লেবুতে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন-সি। 
মুম্বাইয়ের একটি লেবুর দোকানের মালিক চন্দ্রশেখর বল্লহবুরাই দেবেন্দর। গত ১২ বছর থেকে তিনি একই স্থানে লেবু বিক্রি করেন। তিনি বলেন, এবার লেবুর দাম এতোটা বেশি যে, আগে আমি কখনো এতো দাম দেখিনি। 

দেবেন্দর আরো বলেন, গত বছর ১০ রুপিতে ৫-৭ টি লেবু পাওয়া যেত। কিন্তু গত কয়েক মাসে সেই দামে একটি লেবুও কেনা যাচ্ছে না। আগে লেবু বিক্রি করে দিনে ১৫’শ রুপি উপর্জন করতে পারতাম। কিন্তু বর্তমানে তার অর্ধেকও উপর্জন করতে পারছি না।  

মুম্বাইয়ের ৪৩ বছর বয়সী আরেক একজন লেবু বিক্রেতা সঞ্জয় সোনাওয়ান। আগে গ্রীষ্মে দিনে ৭ থেকে ১০ কেজি লেবু বিক্রি করতেন তিনি। আর বর্তমানে প্রতিদিন ৫ কেজি বিক্রি করতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। সঞ্জয়ের অভিযোগ, বেশিরভাগ মানুষ শুধু লেবুর দাম জিজ্ঞেস করেই চলে যান। 

বিজনেস ইনসাইডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অস্বাভাবিক বৃষ্টিপাত, চাহিদ চেয়ে কম উৎপাদন, হঠাৎ করে গ্যাসে দাম বৃদ্ধি, পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে লেবুর দাম। 

বিজনেস ইনসাইডের প্রতিবেদনে আরো বলা হয়, লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই গ্রীষ্মে লেবু ডাকাতি হয়েছে। অনেক বিয়েতে উপহার হিসেবে লেবু দেওয়া হয়েছে। আর তাই লেবুর সরবত এখন হয়ে উঠেছে অভিজাতদের পানীয়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়