শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২, ১২:১৪ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২২, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

একসঙ্গে ৪ জমজ শিশুর জন্ম

হ্যাপী আক্তার: ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা লাবণী আক্তার (২৫) নামের এক গৃহবধূর সিজার ছাড়াই একসঙ্গে ৪ সন্তান জন্ম দিয়েছেন। তিনি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মিজান মিয়ার স্ত্রী। নবজাতকদের মধ্যে ৩ ছেলে ও ১ কন্যাসন্তান।

বুধবার (২৭ জুলাই) রাতে ওই গৃহবধূর স্বামী মো. মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গত সোমবার (২৫ জুলাই) চিকিৎসার জন্য আমার স্ত্রীকে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাই। সে সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরেও ওই রাতে প্রসব ব্যথা অনুভব করে। পরে রাত ৯টার দিকে লাবনী ওই হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম দেয়।

মিজান মিয়া বলেন, নবজাতকরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ওইদিন রাত ২টার দিকে ধানমন্ডির লংলাইফ হাসপাতালে নিয়ে তাদের এনআইসিইউতে রাখা হয়েছে। তবে, বাচ্চাদের অবস্থা ভালো নেই। তাছাড়া হাসপাতালের খরচও অনেক বেশি, যা আমার পক্ষে চালানো সম্ভব নয়। তাই, আজ রাতেই শিশুদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার চেষ্টা করছি। নবজাতকদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মুদি ব‍্যবসায়ী মিজানুর রহমান জানান, তাঁর স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার সেদিন নিয়মিত চেকআপের জন‍্য চিকিৎসকের কাছে গিয়েছিল। কিন্তু ওই সময় লাবনী আক্তার প্রসব ব্যথা অনুভব করেলে ওই হাসপাতালে সিজার ছাড়াই স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম দেয়।  

প্রসঙ্গত, নবজাতকদের বাবা মিজানুর রহমান ও লাবণী দম্পতির সংসারে মো. আব্দুল্লাহ নামের পাঁচ বছর বয়সী আরেকটি ছেলে সন্তান রয়েছে। সূত্র: জাগোনিউজ, বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়