শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২২, ১০:০০ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২২, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে উঠছে ৮ কোটি বছর আগের ডায়নোসরের জীবাশ্ম

ডায়নোসরের জীবাশ্ম

মাজহারুল ইসলাম: নিলামে তোলা হচ্ছে ৭ কোটি ৭০ লাখ বছর আগের একটি ডায়নোসরের জীবাশ্ম। ২০১৮ সালে সন্ধান পাওয়া এই জীবাশ্মটি বিক্রির ঘোষণা দিয়েছে নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান সথেবি। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, ২২ ফুট দীর্ঘ এই জীবাশ্মটি বিক্রি হবে ৫০ থেকে ৮০ লাখ মার্কিন ডলারে। চাইলেই যে কেউ কিনে রাখতে পারবেন ব্যক্তিগত সংগ্রহশালায়। ইউএসএ টুডে

যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক প্রধান ক্যাসাদ্রা হ্যাট্টোন বলেন, ১৯৯৭ সাল থেকে আমরা ডায়নোসরের বিভিন্ন ফসিল বিক্রি করে আসছি। তবে আগের তুলনায় সম্প্রতি এমন শখের জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। আশা করছি এটির ভালো দাম পাবো। কারণ এতো বড় এবং দুর্লভ নমুনা সম্ভবত আর কারো সংগ্রহে নেই।

উদ্যোক্তারা বলছেন, ব্যক্তিগত সংগ্রহের জন্য এ ধরনের জীবাশ্ম যুক্তরাষ্ট্রের থেকেও প্রতিবেশী দেশ কানাডায় বেশি পাওয়া যায়। তবে কানাডা সরকারের কড়াকড়ির কারণে অন্য দেশে সেগুলো বিক্রির সুযোগ নেই। তাই যুক্তরাষ্ট্রের সংগ্রাহকদের জন্য এই জীবাশ্মটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সথেবি।
ক্যাসাদ্রা হ্যাট্টোনের মতে, ব্যক্তিগতভাবে অনেকেই আগ্রহ দেখাবে। এছাড়াও অনেক জাদুঘর কর্তৃপক্ষও চাইবে তাদের সংগ্রহ বাড়াতে। তবে ব্যক্তি পর্যায়ের কেউ কিনলেও হয়তো জাদুঘরেই রাখবে। কারণ, এটি রাখার আলাদা জায়গার দরকার এবং রক্ষাণাবেক্ষণের জন্যও জনবল প্রয়োজন।

আর তাই এই নিলাম নিয়ে প্রচারণা শুরু হয়েছে আগে ভাগেই। চূড়ান্তভাবে ডায়নোসরের জীবাশ্ম নিলামে উঠবে আগামী ২৮ জুলাই। সেখানেই নির্ধারিত হবে কার সংগ্রহে যাচ্ছে কোটি কোটি বছর আগের এই ডায়নোসরের জীবাশ্ম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়